Walnuts: আগের রাতে জলে ভিজিয়ে রাখা আখরোট পরের দিন সকালে খালি পেটে খাওয়াই কেন সবচেয়ে ভাল ?
Soaked Walnuts in Empty Stomach: আখরোট খাওয়ার নিয়ম অনেকটাই আমন্ডের মতো। চলুন এবার জেনে নেওয়া যাক খালি পেটে জলে ভেজানো আখরোট খেলে কী কী উপকার পাবেন আপনি।

Walnuts: প্রতিদিন অন্তত একটা ড্রাই-ফ্রুটস কিংবা বাদাম আপনার খাওয়া উচিৎ শরীর-স্বাস্থ্য ভাল রাখার জন্য। তবে খেয়াল রাখতে হবে পরিমাণের দিকে। নিয়মিত ড্রাই-ফ্রুটস কিংবা বাদাম খেলে, অতি অবশ্যই খুব অল্প পরিমাণে খাওয়া উচিৎ। নাহলে শরীর-স্বাস্থ্যের উপকারের চেয়ে অপকারই হবে বেশি। প্রতিদিন সকালে খালি পেটে আপনি একটা বা দুটো আখরোট খেতে পারেন। আগের দিন রাতে ভিজিয়ে রেখে পরের দিন সকালে সেই আখরোট খেলে উপকার সবচেয়ে বেশি। আর খালি পেটে খেলেই আখরোটের পুষ্টিগুণ সবচেয়ে ভালভাবে আপনার শরীরে প্রবেশ করবে। অতএব আখরোট খাওয়ার নিয়ম অনেকটাই আমন্ডের মতো। চলুন এবার জেনে নেওয়া যাক খালি পেটে আখরোট খেলে কী কী উপকার পাবেন আপনি।
- বিভিন্ন ড্রাই-ফ্রুটসের মধ্যে আখরোট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভাল। তবে বেশি খেলে শরীরে সমস্যা দেখা দিতে পারে। রোজ একটা বা দুটো আখরোট খেতে পারেন আপনি। খালি পেটে খেলেই উপকার সবচেয়ে বেশি। আখরোটের মধ্যে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং পলিফেনল, যা মস্তিষ্কের স্বাস্থ্যের পক্ষে ভাল। রোজ খালি পেটে আখরোট খেলে আপনার একাগ্রতা বাড়বে। কাজে মনযোগ বৃদ্ধি পাবে। স্মৃতিশক্তিও প্রখর হবে। ভাল থাকবে মস্তিষ্কের স্বাস্থ্যও। বয়সকালে স্মৃতিশক্তি প্রখর থাকবে আপনার।
- আখরোট হৃদযন্ত্রের স্বাস্থ্যের খেয়াল রাখে। এই ড্রাই-ফ্রুট খেলে কমবে ব্যাড কোলেস্টেরলের মাত্রা। তার ফলে ভাল থাকবে হার্ট। আখরোটে রয়েছে মোনোস্যাচুরেটেড এবং পলিস্যাচুরেটেড ফ্যাট যা হেলদি ফ্যাট এবং হার্টের স্বাস্থ্যের পক্ষে ভাল এই ফ্যাট। ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোক হওয়ার ঝুঁকি কমবে।
- আখরোট খেলে শরীরে ইনফ্লেমেশনের সমস্যা কমবে। এই ড্রাই-ফ্রুট খেলে পেটও অনেকক্ষণ পেট ভরে থাকবে। আখরোটের মধ্যে হেলদি ফ্যাট, প্রোটিন এবং ফাইবারের পরিমাণ বেশি থাকার কারণে শরীরের মেটাবলিজম রেট বাড়ে। তার ফলে সহজে ক্যালোরি এবং ফ্যাট বার্ন হয় এবং ওজন নিয়ন্ত্রণে থাকে।
- খালি পেটে রোজ একটা বা দুটো আখরোট খেলে, আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে। খাইখাই ভাব কমাবে এই ড্রাই-ফ্রুটস। আখরোট ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। ত্বকের জন্যেও এই ড্রাই-ফ্রুটস ভাল। বাড়ায় ত্বকের জেল্লা। খেয়াল রাখে চুলেরও। নতুন চুল গজাতে সাহায্য করে এই বাদাম। এছাড়াও অন্ত্রের স্বাস্থ্যের জন্যেও আখরোট খাওয়া ভাল। বদহজম, অ্যাসিডিটি, গ্যাসের সমস্যা কমায় এই বাদাম। তবে বেশি খেয়ে ফেললে ঠিক উল্টোটা হবে। তাই সতর্ক থাকা প্রয়োজন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )






















