Health News : ১১ শতাংশের বেশি ডায়াবেটিক, ৩৬ শতাংশ হাইপারটেনসনে আক্রান্ত দেশে
Lancet Survey : দেশজুড়ে এক সমীক্ষার এই ফল প্রকাশিত হয়েছে দ্য ল্যানসেট ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রিনোলজি জার্নালে।
নয়া দিল্লি : দিন দিন বাড়ছে ডায়াবেটিস (Diabetes) ও হাইপারটেনসনের (Hypertension) প্রকোপ। এই মুহূর্তে দেশে ১১.৪ শতাংশ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। হাইপারটেনসনে ভুগছেন ৩৫.৫ শতাংশ লোক। দেশজুড়ে এক সমীক্ষার এই ফল প্রকাশিত হয়েছে দ্য ল্যানসেট ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রিনোলজি জার্নালে।
এই সমীক্ষা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের সঙ্গে চালিয়েছে মাদ্রাজ ডায়াবেটিস রিসার্চ ফাউন্ডেশন । সঙ্গে ছিল অন্যান্য প্রতিষ্ঠানও। সমীক্ষায় আরও দেখা গেছে, সাধারণ স্থূলতা এবং পেটের স্থূলতায় আক্রান্তের হার যথাক্রমে ২৮.৬ ও ৩৯.৫ শতাংশ মানুষ। গোটা দেশজুড়ে শহরতলিতে ৩৩ হাজার ৫৩৭ এবং গ্রামীণ এলাকায় ৭৯ হাজার ৫০৬, অর্থাৎ মোট ১ লক্ষ ১৩ হাজার ৪৩ জনের উপর সমীক্ষা চালানো হয়েছিল। ২০০৮ থেকে ২০২০ সালের মধ্যে দেশের ৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সমীক্ষা চালানো হয়।
সমীক্ষা অনুযায়ী, দেশের ৩৫.৫ শতাংশ মানুষ ভুগছেন হাইপারটেনসনে, ১৫.৩ শতাংশ মানুষের প্রি-ডায়াবেটিস সমস্যা রয়েছে। সবথেকে চিন্তার বিষয় হল- ৮১.২ শতাংশের রয়েছে ডিসলিপিডেমিয়া (কোলেস্টেরল ও লো-ডেনসিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল, LDL-C, ট্রাইগ্লিসারাইড ও উচ্চ ঘনত্বের লাইপোপ্রোটিনের ভারসাম্যহীনতা।
ভূগোল, জনসংখ্যা এবং প্রতিটি রাজ্যের আর্থ-সামাজিক অবস্থার উপর ভিত্তি করে তিন-স্তর ব্যবহার করে মাল্টিস্টেজ স্যাম্পলিং ডিজাইন সহ একাধিক পর্যায়ে সমীক্ষাটি পরিচালনা করেছে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস। সমীক্ষকদের মতে, 'ভারতে ডায়াবেটিস এবং অন্যান্য বিপাকীয় এনসিডির প্রাদুর্ভাব পূর্বের অনুমানের থেকে যথেষ্ট বেশি। দেশের উন্নত রাজ্যগুলিতে ডায়াবেটিস স্থিতিশীল হলেও, এটি এখনও বেশিরভাগ রাজ্যে বাড়ছে। এই পরিস্থিতিতে প্রতিটি রাজ্যকে নীতি নির্ধারণ করতে বলা হয়েছে যাতে দ্রুত ছড়িয়ে পড়া মেটাবলিক NCD-কে ঠেকানো যায়।'
ভারতে সবচেয়ে বেশি ডায়াবেটিস আক্রান্ত রয়েছে গোয়া, পন্ডিচেরি এবং কেরলে। জাতীয় গড়ের প্রায় দ্বিগুণ সংখ্যক বাসিন্দা ডায়াবেটিসে আক্রান্ত এই জেলা ও কেন্দ্রশাসিত অঞ্চলে। যেখানে জাতীয় গড় ১১.৪ শতাংশ, সেখানে ওই রাজ্যগুলিতে ২৫ শতাংশেরও বেশি। ডায়াবেটিসে আক্রান্তের হিসেব অনুযায়ী বাংলাও সর্বোচ্চ স্তরে রয়েছে। ১০ শতাংশেরও বেশি সেটা। বেশ কিছু রাজ্যে ভবিষ্যতে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছে ওই রিপোর্টে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার এবং অরুণাচল প্রদেশে আগামী কয়েক বছরে ডায়াবেটিকদের সংখ্য়া আরও বাড়বে বলে আশঙ্কা করা হয়েছে। কোনও কোনও রাজ্যে ডায়াবেটিকদের সংখ্যা কম হলেও প্রি-ডায়াবেটিকদের সংখ্যা অনেকটাই বেশি।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )