Fatty Liver Symptoms: প্রচুর চুল পড়ছে, খাবার দেখলেই গা-গোলায়, সারাক্ষণ ক্লান্ত, কোন রোগ হতে পারে?
Fatty Liver Problem: ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিলে সারাক্ষণ একটা গা-গোলানো বমি ভাব অনুভূত হবে আপনার। খাবার দেখলেই যদি গা-গোলায়, বমি পায় তাহলে বুঝতে হবে ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিয়েছে।

Fatty Liver Symptoms: অনেক সময়েই আমাদের শরীরে বেশ কয়েকদিন ধরে টানা কিছু উপসর্গ বা লক্ষণ দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা হয় অবহেলা করি। নয়তো নিজেরাই বাড়িতে রাখা ওষুধ খেয়ে ফেলি। কেউ বা ঘরোয়া টোটকায় মন দেন। এই সবকিছুই স্বাস্থ্যের পক্ষে শুধু খারাপ নয়, বিপজ্জনকও। কারণ প্রাথমিক ভাবে দেখা দেওয়া যে সমস্ত উপসর্গ আমরা অবহেলা করি, অনেক সময়েই তার থেকে তৈরি হয় জটিল রোগ। আমাদের অজান্তেই সেই রোগ আমাদের শরীরে বাসা বাঁধে। প্রথমেই ধরা পড়ে চিকিৎসা শুরু হলে যা সারানো যেত সহজে, তা হয়তো বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যায়। তখন সুস্থ হওয়ার সম্ভাবনাও কমতে পারে। কিংবা বাড়বে কষ্ট-যন্ত্রণা। অতএব শরীরে কয়েকদিন ধরে কোনও লক্ষণ দেখা দিলে অবহেলা না করে সতর্ক হোন, নিজের যত্ন নিন, চিকিৎসকের পরামর্শ নিন। তাহলেই সুস্থ থাকবেন আপনি।
আপনার ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিয়েছে কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন? দেখে নিন একনজরে
- ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিলে আপনার ওজন বাড়তে পারে। তবে শরীরের একটি বিশেষ অংশে জমবে মেদ। ফ্যাটি লিভার হলে মূলত তলপেটের অংশে বা পেটের মাঝবরাবর এলাকায় মেদ জমতে পারে।
- ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিলে সারাক্ষণ ক্লান্ত, ঝিমানো ভাব দেখা দিতে পারে। সারাক্ষণ খুব ক্লান্ত, অবসন্ন, ঝিমানো ভাব দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন।
- ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিলে পেটে ব্যথা হতে পারে মাঝে মাঝেই। ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিলে ডানদিকের পাঁজরের নীচের অংশে ব্যথা অনুভব করতে পারেন আপনি।
- ফ্যাটি লিভারের সমস্যা দেখা দেওয়া মানে লিভারের গুরুতর রোগ। এর জেরে চুল এবং ত্বকের একাধিক সমস্যা দেখা দিতে পারে। ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিলে আপনার চুল পড়ার সমস্যা আচমকা বেড়ে যেতে পারে। ত্বকে কালচে দাগছোপ দেখা দিতে পারে।
- ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিলে সারাক্ষণ একটা গা-গোলানো বমি ভাব অনুভূত হবে আপনার। খাবার দেখলেই যদি খেতে ইচ্ছে না করে, গা-গোলায়, বমি পায় তাহলে বুঝতে হবে ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিয়েছে।
আরও পড়ুন- রাতে ঘুমানোর আগে কোন তিন ধরনের চা খেলে সুখনিদ্রা দিতে পারবেন নিশ্চিন্তে?
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )






















