Toothpaste: ছ্যাঁকা খেলে এটা ব্যবহার করেন কি ? ঘরোয়া টোটকা ভেবে বিপদ ডেকে আনছেন না তো ?
Side Effects Of Toothpaste: টুথপেস্ট নিয়ে এই ভুল করছেন না তো ? চলুন একবার দেখে নেওয়া যাক..
কলকাতা: অনেকসময়েই ঘরের কাজ বা রান্না করতে গিয়ে আঙুল পুড়ে যায়। কিংবা ছ্যাঁকা খেয়ে ফোসকা পড়ে। এমত অবস্থায় অনেকসময় ঘরোয়া টোটকা ব্যবহারে হিতের বিপরীত হয়। আচমকা ছ্যাঁকা খাওয়া জায়গায় টুথপেস্ট লাগালে ত্বক ঠাণ্ডা ও জ্বালাপোড়া থেকে মুক্তি মেলে বটে। তবে তা ক্ষণিকের জন্যই। শীতল লাগলেও তা ক্ষত সারায় না। বিশেষজ্ঞদের মতে এমন টোটকা ত্বকের ক্ষতি করতে পারে। কী কারণে এমনটা হয়, চলুন জেনে নেওয়া যাক।
বিশেষজ্ঞদের মতে, ফোসকা পড়লে বা ছ্যাঁকা খেলে ত্বকে টুথপেস্ট লাগানো থেকে বিরত থাকা উচিত। আসলে, দাঁত পরিষ্কারের জন্য ব্যবহৃত টুথপেস্টে সোডিয়াম ফ্লোরাইড নামে একটি যৌগ পাওয়া যায়। যা মূলত ত্বকের জন্য ক্ষতিকারক হতে পারে। এখানেই শেষ নয়, এটি ব্যবহারে অনেক পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা দিতে পারে। তাই পুড়ে গেলে বা ফোসকা পড়লে, ত্বকে কখনই টুথপেস্ট লাগানো উচিত নয়, বলেই দাবি বিশেষজ্ঞদের। তাই না জেনে ঘরোয়া টোটকা নয়, বরং ফোসকা পড়লে বা পুড়ে গেলে চিকিৎসকের পরামর্শ নিন। টুথপেস্ট নিয়ে আমাদের আরও কিছু ভ্রান্ত ধারণা রয়েছে। চলুন সেই ভুলগুলির সংশোধন করে নেওয়া যাক।
দাঁত ভাল রাখতে গিয়ে বিপদ ডেকে আনছেন নাতো ? কতটা টুথপেস্ট নেওয়া স্বাস্থ্যকর হবে ? সকালে উঠে দাঁত পরিষ্কার করাটা জরুরী। তবে জানেন কি অতিরিক্ত টুথপেস্টের ব্যবহার বিপদ ডেকে আনতে পারে। কারণ অনেকেই মনে করেন, বেশি পরিমাণে টুথপেস্ট ব্যবহার করলেই দাঁতের জন্য খুব ভাল হবে। আদৌ কি তাই ?ঘরের বাচ্চাদেরও অনেকসময় ইচ্ছেমতো পেস্ট ব্যবহার করতে দেখা যায়। কিন্তু বাচ্চা হোক কিংবা বড় প্রত্যেকের ক্ষেত্রেই এটা ভেবে দেখার বিষয়।
আরও পড়ুন, গুণের বহরে কম যায় না সাদা বেগুন, কোন কোন রোগ ঠেকাতে খাবেন ?
বিশেষজ্ঞদের মতে, খুব সামান্য পরিমাণেই টুটপেস্ট ব্যবহার করা উচিত। না হলের মুখের ভিতরের স্বাস্থ্যে প্রভাব পড়তে পারে।মূলত টুথপেস্ট তৈরিতে সোডিয়াম ফ্লোরাইড নামক উপাদান ব্যবহার করা হয় যা খুবই ক্ষতিকর। তাই যদি প্রতিদিন খুব বেশি টুথপেস্ট ব্যবহার করলে দাঁতের ক্ষতি করার সম্ভাবনা তৈরি হয়। অতিরিক্ত টুথপেস্ট ব্যবহারে পাশাপাশি শিশুরা ফ্লুরোসিস নামক সমস্যার শিকার হয়। যদিও আপনার মুখের ভিতরে অর্থাৎ দাঁত নিয়ে গুরুতর সমস্যা রয়েছে, তাহলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ নেওয়া উচিত। তবে যদি সবকিছু ঠিক থাকে, সেক্ষেত্রে ব্রাশ করার পর মাউথওয়াশ ব্যবহার করার চেষ্টা করুন। এতে মুখের যাবতীয় জীবাণু নাশ হবে। আপনার মুখের স্বাস্থ্য ভাল থাকবে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )