Covid Death: আপনার কি উচ্চ রক্তচাপের সমস্যা আছে? তাহলে জানুন কোভিড কীভাবে আপনার ক্ষতি করতে পারে
গোটা দেশের প্রায় ৩০ শতাংশ মানুষ হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপজনিত সমস্যা কোভিডের ক্ষেত্রে নীরব ঘাতকের ভূমিকা পালন করে।
কলকাতা: গত বছর থেকে করোনা ভাইরাস মহামারিতে বিপর্যস্ত জনজীবন। কোভিডের দ্বিতীয় ঢেউ কাটতে না কাটতেই তৃতীয় ঢেউ আসার সম্ভাবনা তৈরি হচ্ছে।
চিকিৎসক এবং বিশেষজ্ঞরা প্রত্যেকেই পরামর্শ দিচ্ছেন কোভিডের হাত থেকে মুক্তির পথ একটাই। আর সেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো।
এছাড়া তাঁদের বক্তব্য, যাঁরা বিভিন্ন অন্যান্য অসুখে ভুগছেন, তাঁদের মধ্যেও কোভিডে মৃত্যুর সম্ভাবনা অনেক বেশি রয়েছে। সম্প্রতি একটি তথ্য প্রকাশ হয়েছে। যাঁদের মধ্যে উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তাঁদের জন্য বেশ দুশ্চিন্তার এই সমীক্ষা।
তথ্যটিতে জানা যাচ্ছে, যাঁদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, কোভিড তাঁদের জন্য ভয়ঙ্কর হতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, উচ্চ রক্তচাপের সমস্যা ভোগা ব্যক্তিদের মধ্যে বাড়ছে কোভিডে মৃত্যুর সম্ভাবনা।
জানা যাচ্ছে, গোটা দেশের প্রায় ৩০ শতাংশ মানুষ হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপজনিত সমস্যা কোভিডের ক্ষেত্রে নীরব ঘাতকের ভূমিকা পালন করে। অর্থাৎ, তাঁদের মতে, কোভিডে মৃত্যুর হার বাড়িয়ে দেয় উচ্চ রক্তচাপের সমস্যা।
তাঁরা জানাচ্ছেন, কোভিড পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে বহু মানুষই নিয়মিত চিকিৎসকের কাছে গিয়ে স্বাস্থ্যপরীক্ষা করা বন্ধ করে দিয়েছেন।
আর এর ফলে যাঁরা উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন, তাঁদেরও রক্তচাপ অনিয়মিত থেকে গিয়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন, কোভিডে যে সমস্ত মানুষ আক্রান্ত হচ্ছেন, তাঁদের মধ্যে বেশিরভাগেরই উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে।
চিকিৎসকদের মতে, পরিস্থিতি যেমনই হোক না কেন, যাঁরা উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন এবং নিয়মিত ওষুধ খান, তাঁদের নিয়মিত রক্তচাপ মাপা খুবই জরুরি। নাহলে তা মারাত্মক আকার নিতে পারে। এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, বর্তমানে আমরা খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। এই সময়ে আমাদের আরও নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। যেহেতু কোভিডে মৃত্যুর হার বাড়িয়ে দিচ্ছে উচ্চ রক্তচাপের সমস্যা, তাই হাইপার টেনশনে আক্রান্ত রোগীদের আবও সাবধানতা অবলম্বন করা দরকার।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )