Health: ঋতুস্রাবে ভীষণ যন্ত্রণা? এন্ডোমেট্রিওসিস হলে কী করবেন?
Endometriosis Issues:ঋতুস্রাব চলাকালীন ভীষণ পেটব্যথা হয়? বা এমনি সময়ও দেহের পেলভিক এরিয়ায় যন্ত্রণা টের পান? কিংবা ধরুন মল-মূত্রত্যাগ করতে গিয়ে কোনও কষ্ট হচ্ছে?
পায়েল মজুমদার, কলকাতা: ঋতুস্রাব (Periods) চলাকালীন ভীষণ পেটব্যথা হয়? বা এমনি সময়ও দেহের পেলভিক এরিয়ায় (Pelvic Area) যন্ত্রণা টের পান? কিংবা ধরুন মল-মূত্রত্যাগ করতে গিয়ে কোনও কষ্ট হচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন, মহিলাদের ক্ষেত্রে এগুলি কিন্তু এন্ডোমেট্রিওসিসের (Endometriosis) উপসর্গ হতে পারে। সময়মতো এর চিকিৎসা না করালে যন্ত্রণা ও দুর্ভোগ দীর্ঘায়িত হতে পারে। দেখা দিতে পারে আরও নানা সমস্যা।
এন্ডোমেট্রিওসিস কী?
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে, মহিলাদের প্রজননতন্ত্রের অন্যতম অঙ্গ ইউটেরাস বা জরায়ু। সাধারণ ভাবে এর ভিতরের দিকের লাইনিং বা স্তরের নাম এন্ডোমেট্রিয়াম। কোনও কারণে জরায়ুর ভিতরের অংশে থাকা এই লাইনিং বা স্তরের টিস্যু যদি জরায়ুর বাইরেও তৈরি হয়ে যায়, তা হলে যে রোগ দেখা দেয় তারই নাম এন্ডোমেট্রিওসিস। এর ফলে প্রায়শই প্রদাহজনিত প্রতিক্রিয়া তৈরি হয়। এমনকি পেলভিক এরিয়ায় ক্ষতবিক্ষত টিস্যুও তৈরি হতে পারে।
উপসর্গ:
- ঋতুস্রাবে যন্ত্রণা
- পেলভিক অংশে টানা ব্যথা
- মল বা মূত্রত্যাগের সময় যন্ত্রণা
- ক্লান্তি
- অবসাদ
- উদ্বেগ
কারণ?
আরএসভি হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ, চিকিৎসক জয়তী মণ্ডলের মতে, এন্ডোমেট্রিওসিসের নেপথ্যে একাধিক কারণ থাকতে পারে। চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় যেটি 'মাল্টিফ্যাকটোরিয়াল কজেশন' বলে পরিচিত। তাঁর কথায়, 'এর একটি সুনির্দিষ্ট জিনগত প্রভাব থাকতে পারে। সহজ করে বললে মা বা মাসি কারও এই রোগ থাকলে পরবর্তী প্রজন্মে মহিলাদের ক্ষেত্রে এই রোগ হওয়ার আশঙ্কা বেশি।' তা ছাড়াও আরও কিছু কারণের কথা বললেন চিকিৎসক মণ্ডল। যেমন অনেক মহিলার ক্ষেত্রে হাইমেন খোলা না থাকলে ঋতুকালীন রক্ত জমা হয়েও এই সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের অন্য় অংশ আবার জানাচ্ছেন, 'সেলুলার মেটাপ্লেজিয়ার' কথা। এখানে জরায়ুর বাইরের অংশের কোষগুলিও এন্ডোমেট্রিয়াল কোষের মতো হয়ে বাড়বৃদ্ধি ঘটাতে শুরু করে।
কী ভাবে বোঝা যাবে?
স্ত্রীরোগ বিশেষজ্ঞদের মতে, এন্ডোমেট্রিওসিস নির্ণয় করা বেশ কঠিন কাজ। বিশেষত বাইরে থেকে স্রেফ উপসর্গ দেখে এই রোগনির্ণয় প্রায় সম্ভবই নয়। চিকিৎসক জয়তী মণ্ডল বললেন, 'অনেক সময় এমনও হয়ে থাকে যে বন্ধ্যাত্ব বা ইনফারটিলিটির কোনও উপযুক্ত ব্যাখ্যা পাওয়া যায় না। তখন ঘুরপথে হয়তো এন্ডোমেট্রিওসিসের কথা অনুমান করেন চিকিৎসকরা।' তবে রোগটির অস্তিত্ব সম্পর্কে সুনিশ্চিত হওয়ার উপায়, ডায়াগনস্টিক ল্যাপরোস্কোপি, জানালেন তিনি।
চিকিৎসা...
চিকিৎসা কোন পথে এগোবে তা নির্ভর করছে বেশ কিছু বিষয়ের উপর। যেমন বহু ক্ষেত্রে এখান থেকে চকোলেট সিস্ট তৈরির প্রবণতা দেখা যায়। সেক্ষেত্রে সিস্টের মাপের উপর নির্ভর করে পরবর্তী চিকিৎসা পদ্ধতি নির্ণয় করা হয় বলে জানালেন জয়তী। তবে এমন সময়ে আরও কিছু বিষয় মাথায় রাখা দরকার। যেমন, ভুক্তভোগীর বয়স কত, তাঁর পরিবার 'কমপ্লিট' কিনা। এসব দেখেও সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সব মিলিয়ে রোগটি মোটেও সহজ নয়। তবে যত দ্রুত নির্ণয় হবে, তত দ্রুত চিকিৎসার ব্য়বস্থা করা যাবে। তাই ফেলে না রেখে সেদিকে নজর দেওয়া জরুরি। মনে করেন বিশেষজ্ঞরা।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )