India Coronavirus Update : দেশে করোনায় দৈনিক সংক্রমণ বাড়লেও, মৃত্যুর সংখ্যা কমেছে
India Coronavirus Update : গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৮৪ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৫ হাজার ৭৮৪।
নয়াদিল্লি : দেশে করোনায় দৈনিক সংক্রমণ বাড়লেও, মৃত্যুর সংখ্যা কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৮৪ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৫ হাজার ৭৮৪।
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৪৭ জনের।
- গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৫২।
- দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৬ হাজার ১৩৫ জনের।
- মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লক্ষ ৬২৮।
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৮৪ জন
- গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৫ হাজার ৭৮৪
এরই মধ্যে উদ্বেগ বাড়িয়ে ছড়াচ্ছে ওমিক্রন। মহারাষ্ট্রে আরও ৮ জনের শরীরে মিলেছে করোনার বিপজ্জনক ভ্যারিয়েন্ট। দিল্লিতে নতুন করে ওমিক্রন-আক্রান্ত ৪ জন। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আক্রান্তরা সকলেই বিদেশ ফেরত। অন্যদিকে, মহারাষ্ট্রে যে ৮ জন ওমিক্রন আক্রান্ত হয়েছেন, তাঁদের বিদেশযাত্রার রেকর্ড নেই বলে প্রশাসন জানিয়েছে। গোটা দেশে এই মুহূর্তে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬১। মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি ২৮ জন।
এরই মধ্যে আবার মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতরের Department of Health & Family Welfare) প্রকাশিত রিপোর্ট (Health Bulletin) অনুযায়ী আগের ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছে ৫৫২ জন। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৬ লক্ষ ২৪ হাজার ১৬১। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫৪ জন। এদিকে গত একদিনে করোনা কোপে প্রাণ গিয়েছে ১০ জনের। রাজ্যে এখনও পর্যন্ত কোভিড গ্রাসে মোট প্রাণ হারিয়েছেন ১৯ হাজার ৬২০। সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৩২ হাজার ৬৮৫টি। কলকাতায় একদিনে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, ১৬১ জন। এরপর গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগণায় করোনা আক্রান্ত হয়েছে ১০১ জন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )