Institute Of Neurosciences : স্নায়ুরোগের চিকিৎসায় বিরাট সুবিধা আনছে I-NK,আরও একটি শাখা তৈরির পথে
Institute of neurosciences Kolkata - আগামী দিনে স্নায়ুরোগের চিকিৎসায় আরও অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগ ও পরিষেবাপ্রদানের আশ্বাস দিল I-NK।

কলকাতা : ক্রমেই বোঝা বাড়ছে স্নায়ুরোগের। এর মধ্যে বেশ কিছু অসুখে অস্ত্রোপচারও প্রয়োজন। আগামী দিনে স্নায়ুরোগের চিকিৎসায় আরও অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগ ও পরিষেবাপ্রদানের আশ্বাস দিল I-NK। মঙ্গলবার ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস, কলকাতা (আইএনকে)-র ১৬তম বর্ষপূর্তি অনুষ্ঠানে হাজির ছিলেন এ শহরের বহু বিশিষ্ট চিকিৎসক। স্নায়ুরোগের চিকিৎসায় নতুন নতুন প্রযুক্তির ব্যবহারের কথা আনুষ্ঠানিক ভাবে জানাল হাসপাতালটি। শুধু তাই নয়, বাড়ানো হচ্ছে শয্যার সংখ্যাও, বাড়বে শাখাও। সমগ্র বাংলা এবং উত্তর-পূর্বে I-NK স্নায়ুরোগের চিকিৎসায় একটি ভারসাযোগ্য প্রতিষ্ঠান। এবার সেই ভরসার হাতই আরও প্রসারিত করার কথা বলছে হাসপাতালটি।
এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের প্রধান সচিব শ্রী নারায়ণ স্বরূপ নিগম। কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শ্রী দেবাশিস দাস, কলকাতায় মার্কিন কনসাল জেনারেল ক্যাথি জাইলস ডিয়াজ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সন্ন্যাসী স্বামী শাস্ত্রজ্ঞানন্দ মহারাজ এবং আরও কিছু মানুষ।
হাসপাতালের পক্ষ থেকে জানানো হল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১২ ফেব্রুয়ারী রাজারহাটের কাছে স্নায়ু তীর্থ নামে একটি ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। সেখানে ৮০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এবং একটি একটি মেডিক্যাল কলেজ স্থাপন করা হবে। সেখানে পড়তে পারবেন ১৫০ পড়ুয়া।
১৬তম বর্ষপূর্তিতে তাঁদের ঘোষণা, এখানে চিকিৎসার খরচ অন্যান্য কর্পোরেট হাসপাতালগুলির থেকে অনেক কমই থাকবে। এখনও হাসপাতালে শীতাতপনিয়ন্ত্রিত ঘরে বেড চার্জ প্রতিদিন ৮০০ টাকা থেকে শুরু হয়। আগামী দিনে আরও উন্নত জীবন রক্ষাকারী সরঞ্জাম ব্যবহারের প্রতিশ্রুতি দিল হাসপাতালটি। সেই সঙ্গে ঘোষণা, সরকারের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আসা রোগীদেরও ভর্তি নেবে। হাসপাতালের কর্ণধার আর পি সেনগুপ্ত জানান, এরপর তাঁদের লক্ষ্য হল জৈব গবেষণা কেন্দ্র, স্পোর্টস মেডিসিন নিয়ে গবেষণা, স্নায়ু চিকিৎসা ও গবেষণার জন্য বিশ্ববিদ্যালয় তৈরি ।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )






















