Monsoon Eyecare: বর্ষায় ব্যাকটেরিয়ার বাড়বাড়ন্ত বঙ্গে, জানুন কীভাবে চোখের যত্ন নেবেন ?
Monsoon Eyecare: বর্ষায় ব্যাকটেরিয়ার বাড়বাড়ন্ত, জানুন কীভাবে চোখের যত্ন নেবেন।
কলকাতাঃ বর্ষায় চোখের যত্ন নেওয়া উচিত। কারণ দেশে তথা বাংলার বুকে ইতিমধ্যেই একুশ থেকে বাইশে কোভিড, ব্ল্যাক ফাংগাস, মাঙ্কি পক্সের ভাইরাস দাপট দেখিয়েছে। মিউকাস মেমব্রেনের মধ্য দিয়ে ভাইরাস সংক্রমণের কথা বিশেষজ্ঞরা জানিয়েছেন। তাই এবার চোখেও সেই আশঙ্কা রয়েছে। সতুরাং সতর্ক থাকুন। জানুন কীভাবে চোখের যত্ন নেবেন।
আরও পড়ুন, 'রায়, ঘটক,সেন নক্ষত্রমণ্ডলীর শেষ লেজেন্ড', তরুণ মজুমদারের প্রয়াণে টুইট সৃজিতের
চোখেও মিউকাস মেমব্রেন থাকায় আশঙ্কা
রাজ্য প্রতিদিন যেভাবে কোভিড সংক্রমণ বাড়ছে, তাতে শরীরকে ভালো রাখাটা জরুরী। কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকলে চোখ ভাল রাখাটা চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। কারণ মিউকাস মেমব্রেনের মধ্য দিয়ে ভাইরাস সংক্রমণের কথা বিশেষজ্ঞরা জানিয়েছেন। চোখেও মিউকাস মেমব্রেন থাকায় আশঙ্কা রয়েছে। বর্ষাকালে ভাইরাস ব্যকটেরিয়ার প্রকোপ বেশি। তাই এই সময় বেশি করে চোখের যত্ন নেওয়া উচিত।এসময় কনজাংটিভাইটিস, চোখের পাতা জুড়ে যাওয়া থেকে শুরু করে, চোখ খচখচ করে, চোখ জ্বালা করে লাল হয়ে যায়। চোখের পাতায় আঞ্জুনি তৈরি হয়। ফুলে উঠে ব্যাথা করে।এক্ষেত্রে চোখে হাত দেবেন না,চিকিৎসকের পরামর্শ নিন। খুব কষ্ট হলে পরিষ্কার তুলো , জলে ভিজিয়ে চোখ মুছুন।তোয়ালে, বালিশের কভার পরিষ্কার রাখুন।
দূষণের জেরে সেই প্রভাবও পড়ছে, চোখের উপর
প্রসঙ্গত, রাজ্যে শুধুই কোভিড নয়, শহরে দূষণও সেই হারে বাড়ছে। জল দূষণ থেকে শুরু করে বিশেষ করে বায়ু দূষণ। এহেন পরিস্থিতিতে বায়ু দূষণে এসি নির্গত গ্যাস, গাড়ির কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড ক্রমশ বাড়ছে। দূষণের জেরে সেই প্রভাবও পড়ছে, চোখের উপর। সব মিলিয়ে আমাদের অজান্তেই চোখের উপর প্রভাব পড়ছে অনেকেই। এদিকে নদী বা পুকুরের জলও দিন দিন দূষিত হওয়ায়, সেই জলে যারা চান করছেন, হাত মুখ ধুচ্ছেন, তাদের চোখেও ব্যাকটেরিয়া আক্রমণের আশঙ্কা থাকে। তাই এসব থেকে সতর্ক থাকুন, অসুবিধা হলে চিকিৎসকের পরামর্শ নিন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )