Health Tips: কারণে-অকারণে মুঠো-মুঠো পেনকিলার খাচ্ছেন? জানা আছে কত ভয়ঙ্কর হতে পারে?
চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনওরকম ওষুধ খাওয়া উচিত নয়। পাশাপাশি অকারণে পেনকিলার (Painkiller) খেলে কী হতে পারে, সে সম্পর্কেও জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
কলকাতা: কারণে অকারণে নানা সময়ে পেনকিলার (Painkiller) খাওয়ার অভ্যাস রয়েছে বহু মানুষের। একটু যদি মাথা যন্ত্রণা (Headache) করল কিংবা পেটে ব্যথা করল, চিকিৎসকের কাছে গিয়ে সঠিক চিকিৎসার পরিবর্তে দোকান থেকে নিজের ইচ্ছে মতো পেনকিলার খেয়ে থাকেন। এই অভ্যাস স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, সঠিক চিকিৎসা না করিয়ে মুঠো মুঠো পেনকিলার খেলে নানা সমস্যা দেখা দিতে পারে। কারণ হিসেবে বিশেষজ্ঞদের মত, কোন অসুখের জন্য কোন ওষুধ দরকার, তা একমাত্র বলতে পারেন চিকিৎসকেরা। তাছাড়া কোন পেনকিলারের কী পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে, তা জানা নেই আমাদের। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনওরকম ওষুধ খাওয়া উচিত নয়। পাশাপাশি অকারণে পেনকিলার খেলে কী হতে পারে, সে সম্পর্কেও জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
পেনকিলারের ক্ষতিকর প্রভাব-
১. চিকিৎসকের পরামর্শ না নিয়ে মুঠো মুঠো পেনকিলার খেলে হতে পারে মাথা ঘোরার সমস্যা।
২. মনঃসংযোগ নষ্ট হওয়ার সমস্যা দেখা দিতে পারে।
৩. স্মৃতিশক্তি দুর্বল হয়ে যেতে পারে অত্যধিক পেনকিলার সেবনের ফলে।
আরও পড়ুন - Black Raisin: কালো কিশমিশ খাওয়া কি স্বাস্থ্যকর? খেলে কী হবে?
৪. কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে।
৫. শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দিতে পারে। হৃদস্পন্দনে প্রভাব পড়তে পারে।
৬. মুড বদলে যেতে পারে যখন তখন।
৭. মানসিক সমস্যা দেখা দিতে পারে। অবসাদে আক্রান্ত হতে পারেন।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যেকোনও অসুস্থতায় কিংবা সাধারণ মাথার যন্ত্রণার ক্ষেত্রেই অবশ্য়ই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন। হতে পারে, আপনার হার্টের সমস্যা রয়েছে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া পেনকিলার খেলে তা হতে পারে মারাত্মক। এমনকি অত্যধিক পেনকিলার প্রাণহানির কারণও হতে পারে বলে সাবধান করছেন বিশেষজ্ঞরা।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )