এক্সপ্লোর
Advertisement
Winter Child Care : শিশুকে তেল মাখিয়ে রোদে ফেলে রাখা কি উচিত ? ন্যাড়া হওয়া কি ঠিক?
Child Health : শিশুকে তেল মাখিয়ে রোদে রাখা উচিত ? মাথায় তেল দেওয়া যায় কি ? বাচ্চার জন্য রুম টেম্পারেচার কত হওয়া দরকার? সদ্যোজাতর যত্ন নিয়ে A টু Z , আলোচনায় শিশুরোগ বিশেষজ্ঞ অগ্নিমিতা গিরি সরকার
কলকাতা : এটাই কি আপনার সন্তানের প্রথম শীত (Winter)? তাহলে তো মনে অনেক প্রশ্ন নিশ্চয়ই। বাচ্চার মাথায় তেল দেওয়া যায় কি ? বাচ্চার ন্যাড়া হওয়া কি ঠিক? বাচ্চার জন্য রুম টেম্পারেচার কত হওয়া দরকার ? সদ্যোজাতর যত্ন নেওয়ার ক্ষেত্রে এই ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর এবিপি লাইভ-কে দিলেন শিশুরোগ বিশেষজ্ঞ অগ্নিমিতা গিরি সরকার।
- শীতকালে বাচ্চাকে (child care) রোজ স্নান (Bathing)করানো কতটা জরুরি ?
এই ক্ষেত্রে কোনও কড়া নিয়ম নেই। মূল কথা হল পরিচ্ছন্নতা। তাই রোজ স্নান না করালেও অল্টারনেটিভ দিনে রোজ স্পঞ্জ করা প্রয়োজন । একদম সদ্য জন্মানো শিশুকে রোজ স্নান করান অনেকেই। তবে নতুন মায়েরা সবসময় পটু ভাবে সদ্যোজাতকে স্নান করাতে পারেন না। হালকা গরম জল দিয়ে শিশুর গা স্পঞ্জ করা যেতে পারে। - বাচ্চার মাথায় তেল দেওয়া যায় কি ?
বাচ্চার মাথায় তেল মালিশ করার কোনও উপকারিতা নেই। বরং স্ক্যাল্পে ভুল পদ্ধতিতে ঘষে ঘষে তেল মালিশ করলে চুল পড়ে যেতে পারে। বাচ্চার মাথায় যে তেল দেওয়া হচ্ছে, তার গুণগত মান নিয়েও প্রশ্ন থেকে যায়। আর ভুল পদ্ধতিতে ম্যাসাজ চুলের গোড়ার ক্ষতিই হতে পারে।
আরও পড়ুন :সর্দি হলে তেল মালিশ করা যায়? বাচ্চাকে লেপ চাপা দিয়ে শোওয়ানোর বিপদ জানেন?" target="">
সর্দি হলে তেল মালিশ করা যায়? বাচ্চাকে লেপ চাপা দিয়ে শোওয়ানোর বিপদ জানেন?
- বাচ্চার ন্যাড়া হওয়া কি ঠিক?
অনেক পরিবারেই সদ্যোজাতর মাথার চুল কামিয়ে দেওয়ার রীতি আছে। কিন্তু এতে চুলের গ্রোথ ভাল হয়, এই কথার কোনও ভিত্তি নেই। বরং এর থেকে ম্যানেনজাইটিসের ( Meningitis ) মতো সংক্রমণের ঘটনাও ঘটতে পারে। - বাচ্চাকে তেল মালিশ (oil massage) করা কতটা জরুরি ?
ঘানি থেকে আনা তেল নয়। ডাক্তারের পরামর্শ মতো ক্রিম লাগান। তেলই যদি মালিশ করতে চান, তাহলে অলিভ অয়েল ও নারকেল তেল ব্যবহার করুন। ম্যাসাজ করলে শিশু আরাম পায়, মা নিজে হাতে মালিশ করালে মা ও শিশুর মধ্যে আলাদা বন্ধন গড়ে ওঠে। এছাড়া রক্ত সঞ্চালন ভাল হয়। এছাড়া আর কোনও উপকার নেই মালিশের।
- শিশুকে তেল মাখিয়ে রোদে ফেলে রাখা কি উচিত ?
সরাসরি রোদে ফেলে রাখা নয়। ঘরে ঢোকা নরম রোদে বসতে পারেন মা ও শিশু। তাতে ভিটামিন ডি-র জোগান হয়। তবে তেল মাখিয়ে শিশুকে রোদে ফেলে রাখা যাবে না। - টিকাগুলি মিস করা যাবে না
জন্মের পর বাচ্চাকে কী কী টিকা দিতে হবে তার তালিকা চিকিৎসকের কাছ থেকে নিয়ে ঠিক সময়ে করিয়ে নিতে হবে। - বাচ্চার জ্বর হলে
বাচ্চার জ্বর হলে তেল মালিশ করে ফেলে না রেখে, তাকে চিকিৎসকের পরামর্শ মতো তাপমাত্রা ১০০ ছুঁলে প্যারাসিটামল দিতে হবে। সেই সঙ্গে নাকে স্যালাইন ড্রপ দিতে হবে শ্বাসপ্রশ্বাসে যাতে সমস্যা না হয়। - বাচ্চার জন্য রুম টেম্পারেচার কত হওয়া দরকার?
একটি সদ্যোজাত বাচ্চার ক্ষেত্রে ঘরের তাপমাত্রা ২৫-২৬ ডিগ্রি হওয়া জরুরি। গরম কালেও এই তাপমাত্রায় শিশু আরামে থাকে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
খবর
খবর
Advertisement