World Lung Cancer Day : কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার ফুসফুসে ক্যানসার হয়েছে?
চিকিৎসকরা জানাচ্ছেন, বহু মানুষই ফুসফুসের ক্যানসার প্রথমদিকে বুঝতেই পারেন না। তাই বিশ্ব ফুসফুস ক্য়ানসার দিবসে আমাদের অবশ্যই জেনে নেওয়া দরকার এই মারণ রোগের প্রথম লক্ষণগুলো কী কী
![World Lung Cancer Day : কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার ফুসফুসে ক্যানসার হয়েছে? World Lung Cancer Day 2021: Know the Sign of Early-Stage Lung Cancer World Lung Cancer Day : কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার ফুসফুসে ক্যানসার হয়েছে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/25/c88ffda110e28903bde5b41f97557afb_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আজ বিশ্ব ফুসফুস ক্যানসার দিবস। একদিকে করোনা অতিমারির জেরে বিপর্যস্ত গোটা বিশ্বের জনজীবন।
এই পরিস্থিতিতে অনেক সমীক্ষায় দেখা গিয়েছে, করোনা আতঙ্কের ফলে বহু মানুষের মধ্যে তাঁদের অন্যান্য অসুখ বা অসুখের লক্ষণ সম্পর্কে বেশ খানিকটা অসচেতনতাভাব দেখা দিয়েছে।
এমন অনেক অসুখ রয়েছে যার লক্ষণগুলো তেমনভাবে আমাদের মনে প্রভাব ফেলে না। এর ফলে গোপনেই আমাদের শরীরে বাড়তে থাকে সেই সব অসুখ। যেমন ফুসফুসের ক্যানসার।
চিকিৎসকরা জানাচ্ছেন, বহু মানুষই ফুসফুসের ক্যানসার প্রথমদিকে বুঝতেই পারেন না। তাই বিশ্ব ফুসফুস ক্য়ানসার দিবসে আমাদের অবশ্যই জেনে নেওয়া দরকার এই মারণ রোগের প্রথম লক্ষণগুলো কী কী-
১. চিকিৎসকরা জানাচ্ছেন, ফুসফুসে ক্যানসারের ক্ষেত্রে প্রথমেই যে লক্ষণগুলো দেখা দেয়, তার মধ্যে অবশ্যই থাকছে কাশি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ঠান্ডা লাগার কারণে কাশি হলে তা সাধারণত এক সপ্তাহের মধ্যে সেরে যাওয়ার কথা। কিন্তু এর থেকেও বেশি সময় ধরে কফ বা নাগাড়ে কাশির সমস্যা দেখা দেয়, তাহলে তা অবশ্যই চিন্তার বিষয়। এছাড়াও তাঁরা জানাচ্ছেন, কাশির সময় কফের সঙ্গে যদি রক্তের ভাব দেখা দেয়, তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন।
২. ফুসফুসে ক্যানসারের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ সঠিকভাবে শ্বাস নিতে না পারা এবং শ্বাস নেওয়ার সময়ে যদি বাঁশির মতো শব্দ হয়, তাহলে তা চিন্তার অবশ্যই।
৩. কাশি কিংবা শ্বাস নেওয়ার সমস্যার পাশাপাশি যদি কারও মধ্যে বুকে, কাঁধে কিংবা পিঠে ব্যথা অনুভব হয়, তাহলে তাকে হালকাভাবে নেওয়া মোটেই বুদ্ধিমানের কাজ হবে না। ফুসফুসে ক্যানসারের অন্যতম লক্ষণই হল বুকে ব্যথা। চিকিৎসকরা পাশাপাশি এমনও জানাচ্ছেন যে, কখনও কখনও ফুসফুসে ক্যানসার দেখা দিলে প্রথমাবস্থায় মাথায় যন্ত্রণাও দেখা দিতে পারে।
৪. আপনার গলার স্বর কি বদলে গিয়েছে? কথা বলার সময় সামনের মানুষ কি এমনটা লক্ষ্য করে আপনাকে জানাচ্ছেন? তাহলে একদম ফেলে না রেখে সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।
৫. হঠাৎ যদি দেখেন যে আপনার ওজন অনেকটা কমে গিয়েছে, তাহলে একেবারেই আনন্দ পাবেন না। শরীরের অতিরিক্ত ওজন কমা জরুরি। কিন্তু আচমকা যদি ওজন কমে যায়, তাহলে তা চিন্তারও বটে। আচমকা ওজন কমে যাওয়া ফুসফুসে ক্যানসারেরও লক্ষণ বটে। তাই এই ধরনের কোনও লক্ষণ দেখলে একেবারে অবহেলা না করে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)