এক্সপ্লোর
Life Style: আপনার বাচ্চার মনোবল বাড়াবেন কীভাবে? এই ১০টি বিষয় অবশ্যই মেনে চলুন
How To Boost Your Child's Confidence: আপনার বাচ্চা আপনার সবচেয়ে বড় সম্পদ। আপনার গর্ব। আপনি আপনার বাচ্চাকে সঠিকভাবে মানুষ করছেন তো? কয়েকটি ছোট্ট টিপস নতুন বাবা-মায়েদের জন্য।

প্রতীকী ছবি
1/8

আপনার বাচ্চা আপনার সবচেয়ে বড় সম্পদ। আপনার গর্ব। আপনি আপনার বাচ্চাকে সঠিকভাবে মানুষ করছেন তো? কয়েকটি ছোট্ট টিপস নতুন বাবা-মায়েদের জন্য।
2/8

বিভিন্ন সৃজনশীল কাজের সঙ্গে আপনার বাচ্চাকে যুক্ত করুন। ভাষা, সংস্কৃতির সঙ্গে পরিচয় করান, বাচ্চাকে উদ্বুদ্ধ করুন।
3/8

সন্তানকে ছোট থেকেই বইয়ের প্রতি ভালবাসা জন্মাতে সাহায্য করুন। বিভিন্ন বই পড়ানো শুরু করুন। এতে বাচ্চার শব্দ ও ভাষার দখল ছোট থেকেই বাড়বে। বইয়ের প্রতি আগ্রহও বাড়বে।
4/8

পরিবেশ, প্রকৃতি, জাতীয় ফুল, জাতীয় ফল, এমন সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর মজার ছলে আলোচনা করুন বাচ্চার সঙ্গে। এভাবে ধীরে ধীরে মিশে যান আপনার বাচ্চার সঙ্গে। ওর মন বোঝার চেষ্টা করুন।
5/8

ছোট থেকেই মানসিক চাপ যাতে গ্রাস না করে বাচ্চাকে কখনও, তার জন্য পর্যাপ্ত ঘুম দরকার। যার খেয়াল আপনাকেই রাখতে হবে।
6/8

নিজে সময় কাটান। টিভি, মোবাইল এমন বিসষয়বস্তুর থেকে দূরে রাখুন আপনা বাচ্চাকে। নইলে ভবিষ্যতে কিন্তু সমস্য়া বাড়বে। মাঠে খেলধুলোয় আগ্রহ বাড়ানোর চেষ্টা করুন বাচ্চার।
7/8

বড়দের সম্মান করতে জানা, ছোটদের ভালবাসতে জানা এই বিষয়গুলো শিক্ষামূলক। যা আপনার বাচ্চার মধ্য়ে আপনাকেই নিয়ে আসতে হবে। সেই শিক্ষাটা দিন।
8/8

বাচ্চাকে নিয়ে নিজের মানুষকে নিয়ে সময় কাটান। পার্কে, মাঠে প্রতিদিন নিয়ম করে হাঁটুন তাতে ওরও হাঁটা অভ্যেস হবে। কথা বলুন, গল্প করুন। বাচ্চাকে একা হতে দেবেন না কখনও।
Published at : 30 Jan 2025 10:09 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
