এক্সপ্লোর
Health News: চায়ে চুমুক আর সঙ্গে সিগারেট পান করেন, নিজের শরীরের বিশাল ক্ষতি করছেন অজান্তেই
Smoking Disadvantege: চায়ের সঙ্গে খালি পেটে যদি সিগারেট পান করেন, তবে মাথা ঘোরা, বমি বমি ভাব আসতে পারে। এছাড়াও ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় এক্ষেত্রে।
চা ও সিগারেট একসঙ্গে খেলেই বিপদ
1/8

চায়ের সঙ্গে সিগারেট পান করেন নিয়মিত? নিজের অজান্তেই শরীরের ক্ষতি করছেন না তো?
2/8

চায়ের সঙ্গে খালি পেটে যদি সিগারেট পান করেন, তবে মাথা ঘোরা, বমি বমি ভাব আসতে পারে।
3/8

ব্রেন স্ট্রোক ও হার্ট অ্য়াটাকের সম্ভাবনা কিন্তু বাড়ে সিগারেট খেলে। চায়ের সঙ্গে তা খেলে আরও ক্ষতি বাড়বে।
4/8

চা ও সিগারেট একসঙ্গে পান করলে পরিপাকতন্ত্রে সমস্যা দেখা দিতে পারে। ক্য়ান্সারের সমস্যাও বেড়ে যায়।
5/8

দিনে অতিরিক্ত গরম চা পান করলে ক্যান্সারের সম্ভাবনা কিন্তু আপনার বাড়বেই।
6/8

তামাক ও অ্য়ালকোহল দুটো ক্যান্সারের প্রবণতা বাড়ায়, তাই চিকিৎসকরা দুটো থেকেই দূরে থাকার পরামর্শ দিয়েছেন।
7/8

দুধ চা ও সিগারেট একসঙ্গে খেলে দাঁতেরও ক্ষতি হয়। দাঁতের হলুদ আস্তরণ পরে যায়। এছাড়া মাড়িও ফুলে যায়।
8/8

আপনি যদি চায়ের সঙ্গে ধূমপান করেন, আর অতিরিক্ত ধূমপান করেন, তবে মাড়ির রক্ত সরবরাহ কমিয়ে দেয় তা।
Published at : 31 Jan 2025 01:54 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















