Heart Attack Symptoms: পুরুষদের চেয়ে অনেকটা আলাদা মহিলাদের হার্ট অ্যাটাকের লক্ষণ, কেন ?
Heart Attack Symptoms Differences: পুরুষদের চেয়ে মহিলাদের মধ্যে হার্ট অ্যাটাকের লক্ষণ অনেকটা আলাদা। এর বেশ কিছু কারণ রয়েছে।
কলকাতা: বুকে চিনচিন করে ব্যথা। অল্প ঘামও হচ্ছে। অথচ সামান্য পেশিতে টান বা গ্যাসের ব্যথা ভেবে অনেকেই এটি এড়িয়ে চলেন। যার ফল হয় মারাত্মক। হার্ট অ্যাটাকের সময় হার্টের পেশির কার্যক্ষমতা কমে যায়। কারণ রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেলে অক্সিজেন লেভেল কমে। অক্সিজেন না পেলে কোনও পেশিই ঠিকমতো কাজ করতে পারে না। খুব অল্প সময়ের মধ্যেই তাই বিপদ ঘটে যায়।
হার্ট অ্যাটাক (Heart Attack) থেকে বাঁচতে প্রথমেই এই উপসর্গগুলি ঠিকমতো বোঝা দরকার। মহিলা ও পুরুষদের মধ্যে এই উপসর্গ (Heart Attack Symptoms) কিছুটা আলাদা হয়। তার বড় কারণ শরীরের গঠন। পুরুষদের তুলনায় মহিলাদের হার্টের গড় গঠন ছোট হয়। এছাড়াও বেশ কিছু কার্ডিয়োভাকুলার তফাত দেখা যায়। যার থেকে হার্ট অ্যাটাকের লক্ষণও আলাদা হয়ে যায়।
পুরুষ ও মহিলাদের হার্ট অ্যাটাক লক্ষণের তফাত (Heart Attack Symptoms differences)
- বুকে ব্যথা বা অস্বস্তি - অধিকাংশ সময়েই বুকে ব্যথা বা অস্বস্তি পুরুষদের মধ্যে মুখ্য উপসর্গ হিসেবে দেখা যায়। মহিলাদের মধ্যে বুকে ব্যথার পাশাপাশি আরও বেশ কিছু উপসর্গ দেখা দিতে থাকে। এই তালিকায় রয়েছে চোয়াল, গলা, ঘাড় ও পেটে ব্যথা। এর সঙ্গে অনেক মহিলার মাথা ঘোরা, ঘেমে যাওয়া, বমিবমি ভাব লক্ষণ দেখা যায়।
- হার্ট ব্লকেজ - হার্টে রক্ত সঞ্চালন বন্ধ হয় ব্লকেজের কারণেই। তবে এই হার্ট ব্লকেজ পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে আলাদা আলাদা হতে দেখা গিয়েছে একাধিক গবেষণায়। দেখা গিয়েছে পুরুষদের ক্ষেত্রে হার্টের ধমনীগুলিতে ব্লকেজ হয়। কোলেস্টেরল জমে এই ব্লকেজ তৈরি হয়। মহিলাদের ক্ষেত্রে হার্টের সবচেয়ে ছোট রক্তনালি মাইক্রোভাসকুলেচারে এই ব্লকেজ হয়।
- হার্টের আকার - পুরুষদের তুলনায় মহিলাদের হার্টের আকার ছোট।
- রক্তনালির গড়ন - পুরুষদের তুলনায় মহিলাদের রক্তনালির গড় বেধও কম হয়।
হার্ট অ্যাটাকের মুখ্য উপসর্গ
- বুকের বামদিকে ব্যথা বা অস্বস্তি। ব্যথা ধীরে ধীরে বগলের দিকে ছড়িয়ে পড়ে। মহিলাদের ক্ষেত্রে চোয়াল, গলা, থুতনি পর্যন্ত ব্যথা হয়। এমনকি পেটেও ব্যথা হতে পারে।
- মাথা ঘোরা
- বমি বমি ভাব
- ততটা গরম না থাকলেও ঘামতে থাকা
- শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে।
এই লক্ষণগুলি দেখা দিলে রোগীকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া জরুরি।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আরও পড়ুন - চিউইংগাম চিবোনো ভাল ? কখন, কীভাবে চিবোলে উপকার ?
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )