Hindu Succession Act: শ্বশুরবাড়ির সম্পত্তিতে জামাইয়ের ভাগ থাকতে পারে? ভারতের আইন কী বলে?
অনেকেরই যুক্তি, পুত্রবধূ যদি শ্বশুরবাড়িতে থাকতে পারে, তাহলে জামাই কেন শ্বশুরবাড়িতে কোনও অধিকার পাবে না ! কিন্তু কী বলছে ভারতীয় আইন?

মেয়েদের বাবার সম্পত্তিতে অধিকার নিয়ে তরজা বহুদিনের। এখন তা আইন স্বীকৃত। তবুও ভারতে বহু সময়ই মেয়েদের এই অধিকার পেতে আইনের দ্বারস্থ হতে হয়। আবার কখনও কখনও পারিবারিক স্তরেই মিটমাট হয়ে যায় বিষয়গুলি। কিন্তু অনেকেই এই প্রশ্ন করেন, মেয়ের স্বামী অর্থাৎ জামাই কি শ্বশুর-শাশুড়ির সম্পত্তি পেতে পারে ? অনেকেরই যুক্তি, পুত্রবধূ যদি শ্বশুরবাড়িতে থাকতে পারে, তাহলে জামাই কেন শ্বশুরবাড়িতে কোনও অধিকার পাবে না ! কিন্তু কী বলছে ভারতীয় আইন? যদি কোনও জামাই তাঁর শ্বশুরমশাইয়ের সম্পত্তিতে অধিকার দাবি করে, তাহলে কী হবে?
ভারতে জামাই এবং শ্বশুরমশাইয়ের সম্পর্ককে বাবা-ছেলের মতো মনে করা হয়। অনেক জামাই তাঁর শ্বশুর শাশুড়ির দায়িত্বও নেন। কিন্তু যখন সম্পত্তির অধিকার ? সেটা কি তাঁরা দাবি করতে পারেন? আইন বলছে, না ! শ্বশুরমশাইয়ের সম্পত্তিতে অধিকার দাবি করতে পারে না জামাই । এমনটাই বলছে ভারতের আইন ।
এই বিধি সব ধর্মের ক্ষেত্রেই প্রযোজ্য । জামাইয়ের শ্বশুরমশাইয়ের সম্পত্তিতে সরাসরি কোনও অংশ থাকে না। তা সে হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক বা খ্রিস্টান। তবে বাবার সম্পত্তিতে মেয়ের অধিকার রয়েছে। জামাইয়ের নয়।
হিন্দু উত্তরাধিকার আইন কী?
হিন্দু উত্তরাধিকার আইন ১৯৫৬ এ বলা আছে কোনও ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকার কারা কারা পাবেন। যদি কোনও ব্যক্তি মারা যান, তাহলে তাঁর সম্পত্তি তাঁর সন্তানদের মধ্যে কীভাবে ভাগ করা হবে, তা বলা হয় এই আইনে। সম্পত্তির সঙ্গে জড়িত মামলাগুলির নিষ্পত্তি হয় এই আইন মোতাবেক। সেই সংখ্যা বিরাট। এই আইন সব উত্তরাধিকারীকে সমান অধিকার দেয়। তবে তার কিছু ব্যতিক্রমও আছে, কেসের ভিত্তিতে।
কেন জামাই কোনও অংশ পায় না?
ভারতীয় উত্তরাধিকার আইন অনুসারে, ভাগ শুধুমাত্র পৈতৃক সম্পত্তির হয়। এছাড়াও, এই আইনে লিগ্যাল ইনহেরিটরদের একটি তালিকাও রয়েছে, যেখানে ক্লাস ১ এবং ক্লাস ২-এর উত্তরাধিকারীদের সম্পর্কে বলা হয়েছে।
এর মধ্যে ক্লাস ১-এ ব্যক্তির ঘনিষ্ঠজনরা অন্তর্ভুক্ত, যেমন স্ত্রী, ছেলে, মেয়ে ইত্যাদি। অন্যদিকে, ক্লাস ২-এ সাধারণত সেই ব্যক্তিরা থাকেন যাঁরা ব্যক্তির দূরের আত্মীয় হন। কিন্তু এই দুটি তালিকাতেই জামাইয়ের নাম অন্তর্ভুক্ত নেই। সেই কারণে জামাই সরাসরি শ্বশুরমশাইয়ের সম্পত্তি থেকে কোনও অংশ পায় না। যদিও, যদি মেয়ে বাবার সম্পত্তিতে অংশ পায়, তাহলে মেয়ে চাইলে জামাই সেই সম্পত্তির সুবিধে ভোগ করতে পারে মাত্র।তবে আইনি অধিকার নয়।
উইল বা উপহার হল দ্বিতীয় উপায়
মেয়ের বিয়ের সময় অনেক সময় বাবা তাঁর জামাইকে সম্পত্তি উপহার হিসেবে দেন। এমতাবস্থায়, যদি শ্বশুরমশাই তাঁর জামাইয়ের নামে কোনও উইল করে দেন, তাহলে সেই সম্পত্তির উপর সম্পূর্ণ অধিকার জামাইয়েরই থাকে এবং সেটি আইনত তাঁর হয়ে যায়। যদিও, এর পরেও সেই সম্পত্তিকে উপহারের দলিল হিসেবে রেজিস্টার করা অত্যন্ত জরুরি। এখন এটা সম্পূর্ণভাবে শ্বশুরমশাইয়ের ইচ্ছের উপর নির্ভর করে যে তিনি তাঁর জামাইকে সম্পত্তি উপহার দেবেন কি না।
অন্যান্য ধর্মের জন্যও একই আইন কি?
না, ভারতীয় উত্তরাধিকার আইন সব ধর্মে সমানভাবে প্রযোজ্য নয়। যদি শ্বশুরমশাই মুসলিম হন, তাহলে এই ক্ষেত্রে সবকিছু শরিয়ত অনুযায়ী স্থির করা হয়। শরিয়ত অনুযায়ী, শ্বশুরমশাই তাঁর জামাইকে কেবল ১/৩ সম্পত্তি দিতে পারেন। এছাড়াও, খ্রিস্টান ধর্মেও হিন্দুদের মতোই উইলের বন্টন হয় এবং জামাইয়ের কোনও অধিকার থাকে না। কেবল স্ত্রীর অংশে আসা সম্পত্তি এবং উপহার হিসেবে পাওয়া সম্পত্তির উপরেই জামাই অধিকার জানাতে পারে।






















