Holi 2022: ফুল দিয়ে নিজেই বানিয়ে নিন রং, রইল সহজ পদ্ধতি
রঙের উৎসব যাতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হয়, তার জন্য বাড়িতে প্রাকৃতিক উপায়ে তৈরি করে নিতে পারেন রং। তাও ফুল দিয়ে। কেমিকেল মেশার প্রশ্নই ওঠে না। আর তা ত্বক কিংবা স্বাস্থ্যেরও ক্ষতি করবে না।
![Holi 2022: ফুল দিয়ে নিজেই বানিয়ে নিন রং, রইল সহজ পদ্ধতি Holi 2022: How to Make Organic Colours with Flowers, know in details Holi 2022: ফুল দিয়ে নিজেই বানিয়ে নিন রং, রইল সহজ পদ্ধতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/16/8eb7353e5a86f25cd15e9df7ce2eef15_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: হোলি বা দোল পূর্ণিমা (Holi 2022) মানেই সারা দেশজুড়ে রঙিন উৎসব উদযাপন। লাল, নীল, গোলাপি, হলুদ, সাদা, সবুজ, কমলা, বেগুনি, আকাশী রং ও আবিরের আকাশ বাতাস ভরে উঠবে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বাজারে যে রং কিনতে পাওয়া যায়, তাতে ক্ষতিকর কেমিকেল মেশানো থাকে। এবং এই কেমিকেল ত্বক এবং স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই রঙের উৎসব যাতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হয়, তার জন্য বাড়িতে প্রাকৃতিক উপায়ে তৈরি করে নিতে পারেন রং। তাও ফুল দিয়ে। কেমিকেল মেশার প্রশ্নই ওঠে না। আর তা ত্বক কিংবা স্বাস্থ্যেরও ক্ষতি করবে না। তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বাড়িতে খুব সহজেই ফুল দিয়ে রং বা আবির তৈরি করে নিতে পারবেন।
১. প্রথমে বেশ কিছু ফুল সংগ্রহ করুন। প্রয়োজনে বর্তমানে অনেক অনলাইন ফুল শপ থেকেও কিনতে পারেন। যারা আপনার বাড়িতেই ডেলিভারি দিয়ে যাবে।
২. এবার ফুলগুলিকে প্রথমে ভালো করে শুকনো করে নিতে হবে। ফুল যত ভালোভাবে শুকনো হবে, রং বা আবির ততটাই ভালো মানের হবে।
আরও পড়ুন - Holi 2022: রঙের উৎসবে শিশুদের সুরক্ষিত রাখতে যেগুলো অবশ্যই মেনে চলবেন
৩. ফুল শুকিয়ে গেলে হাত দিয়ে তা পাউডারের মতো গুঁড়ো গুঁড়ো করে নিন।
৪. এবার শুকনো করে গুঁড়ো করে রাখা ফুলের মধ্যে কয়েক ফোঁটা এসেন্সিয়াল অয়েল মিশিয়ে দিন।
৫. একটি বড় পাত্রে ফের হাতে করে ফুলের গুঁড়োর সঙ্গে এসেন্সিয়াল অয়েল মিশিয়ে দিন।
৬. মেশানোর পরই দেখবেন মিষ্টি গন্ধ বেরচ্ছে।
৭. আবিরের মতো করে এই ফুল থেকে তৈরি রং খেলতে পারেন।
যদি জলে গোলার রং চান, তাহলে যা যা করতে হবে-
১. টাটকা ফুল নিয়ে আসুন প্রথমে।
২. এক বালতি জলে সারারাত ফুলের পাপড়ি ভিজিয়ে রাখুন।
৩. সুগন্ধের জন্য কয়েক ফোঁটা এসেন্সিয়াল অয়েল মিশিয়ে দিন। ব্যস, আপনার রং তৈরি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)