Indian on Iphone13: আইফোন ১৩ কিনতে হলে একজন ভারতীয়কে কতক্ষণ কাজ করতে হবে?
ভারতের বাজারে আসার পরই এই উন্নত প্রযুক্তি সম্পন্ন ফোনের দাম জেনেই নানারকম মিম ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। হোয়াটস অ্যাপে ঘুরছে বিভিন্ন আইফোন-কিডনি জোকস।
কলকাতা: গত ১৪ সেপ্টেম্বর লঞ্চ করেছে উন্নত প্রযুক্তি সম্পন্ন আইফোন ১৩ (iPhone 13)। আইফোনপ্রেমীদের জন্য উন্নত প্রযুক্তি সম্পন্ন এই স্মার্টফোন লঞ্চ করায় তাঁদের জন্য দারুণ খবর। ভারতের বাজারেও পাওয়া যাচ্ছে এই ফোন। যদিও বাজারে আসার পরই এই উন্নত প্রযুক্তি সম্পন্ন ফোনের দাম জেনেই নানারকম মিম ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। হোয়াটস অ্যাপে ঘুরছে বিভিন্ন আইফোন-কিডনি জোকস। ফলে বোঝাই যাচ্ছে এই ফোনের দাম শুনেই চোখ কপালে উঠেছে ক্রেতাদের। প্রথমেই জেনে নেওয়া যাক কী কী ফিচার্স রয়েছে আইফোন ১৩-এ?
আরও পড়ুন - Apple iPhone 13 Launch: লঞ্চ হল iPhone 13, দেখে নেওয়া যাক 5G রেডি ফোনের দাম ও স্পেসিফিকেশন
১. আইফোন ১৩-এ রয়েছে ৬.১০ ইঞ্চি ডিসপ্লে।
২. এতে রয়েছে হেক্সা কোর প্রসেসর।
৩. ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে আইফোন ১৩-এ।
৪. ১২ মেগাপিক্সেল করে দুটি রিয়ার ক্যামেরা রয়েছে এই ফোনে।
৫. ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বা সেলফি ক্যামেরা রয়েছে।
৬. আইওএস ১৫ অপারেটিং সিস্টেম রয়েচে আইফোন ১৩-তে।
৭. স্টারলাইট, মিডনাইট, লাল, নীল এবং গোলাপী রঙে পেতে পারবেন ফোনটি।
আরও পড়ুন - Apple iPhone 13 : লঞ্চের আগেই জেনে নিন এই ফোন সংক্রান্ত তথ্যগুলি
সম্প্রতি মানি সুপারমার্কেটের পক্ষ থেকে একটি তথ্য প্রকাশ হয়েছে। যে তথ্যে জানানো হচ্ছে যে, একজন ভারতীয়কে যদি আইফোন ১৩ কিনতে হয়, তাহলে তাঁকে ঠিক কতক্ষণ কাজ করতে হবে বলে। ভারতীয় বাজারে মুক্তি পাওয়া আইফোন ১৩-র দাম শুরু হচ্ছে ৮৯ হাজার ৯০০ টাকা থেকে। একটি তথ্যে দাবি করা হচ্ছে যে, একজন ভারতীয়র পক্ষে আইফোন ১৩ কেনা তখনই সম্ভব হবে, যদি তিনি প্রায় ৭২৪ ঘণ্টা কাজ করেন। অর্থাত, হিসেব করলে দাঁড়ায় প্রায় ৩০ দিন কাজ করলেই একজন ভারতীয় আইফোন ১৩ কিনতে পারবেন। তবে, শুধু ভারতীয়দের ক্ষেত্রেই নয়, বিশ্বের অন্যান্য দেশের মানুষরাও আইফোন ১৩ কিনতে হলে তাঁদের কতক্ষণ কাজ করতে হবে, তাও জানা গিয়েছে সেই তথ্যে।
মানি সুপারমার্কেটের প্রকাশ করা তথ্যে বলা হয়েছে যে, একজন ভারতীয়কে যেখানে আইফোন ১৩ কেনার জন্য ৭২৪ ঘণ্টা কাজ করতে হবে, সেখানে একজন সুইতজারল্যান্ডের মানুষকে কাজ করতে হবে মাত্র ৩৪.৩ ঘণ্টা। আবার ফিলিপিন্সের মানুষকে কাজ করতে হবে ৭৭৫ ঘণ্টা।