এক্সপ্লোর
সুন্দর ত্বকের শখ? বদল আনুন রোজনামচায়
কেবল বিউটি ট্রিটমেন্ট নয়, ত্বককে ভালো রাখার জন্য নিজের রোজকার দিনলিপিতেও বদল আনা জরুরি। খাওয়া দাওয়া থেকে ঘুম সমস্ত কিছুই প্রভাব ফেলে ত্বকে।

নয়াদিল্লি: ত্বক হবে পেলব,মখমলের মতো, এমন আকাঙ্খা তো সব মেয়েরই। ত্বককে সুস্থ রাখার জন্য প্রতিদিন বিভিন্ন কসমেটিকস এর সাহায্য নেন অনেকেই। এছাড়া বিভিন্ন ঘরোয়া পদ্ধতি তো রয়েছেই। তবে কেবল বিউটি ট্রিটমেন্ট নয়, ত্বককে ভালো রাখার জন্য নিজের রোজকার দিনলিপিতেও বদল আনা জরুরি। খাওয়া দাওয়া থেকে ঘুম সমস্ত কিছুই প্রভাব ফেলে ত্বকে। অন্যদিকে রোজ কিছু সহজ নিয়ম মেনে চললেই আপনার ত্বক হয়ে উঠবে ঝলমলে। জানুন কী কী সেই নিয়ম।
- অপ্রয়োজনে মেক আপ নয়
- ডায়েটে রাখুন ভিটামিন, মিনারেল
- প্রচুর জল খান
- পর্যাপ্ত ঘুম
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















