এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
India Corona Update : আতঙ্ক বাড়াচ্ছে দেশের করোনাগ্রাফ, রাজ্যে সেন্টিনেল সার্ভেতে উদ্বেগ-ছবি
India Covid Update:গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৮ হাজার ২৫৭।মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৬ লক্ষ ৩৯ হাজার ৩২৯।
India Covid Update: উদ্বেগ বাড়াচ্ছে দেশের করোনা-গ্রাফ। দৈনিক সংক্রমণ কমলেও তা এখনও ১৭ হাজার ছুঁইছুঁই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬৭৮ জন।
- গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৮ হাজার ২৫৭।
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৬ জনের।
- গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪২।
- এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৪৫৪ জনের।
- মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৬ লক্ষ ৩৯ হাজার ৩২৯।
- এর পাশাপাশি, দেশে ফের লাফিয়ে বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৩০ হাজার ৭১৩ ।
আরও পড়ুন :
Corona Survey: রাজ্যে বাড়ছে উপসর্গহীন করোনা আক্রান্তের সংখ্যা, স্বাস্থ্য দফতরের সার্ভেতে উদ্বেগ
রাজ্যের করোনা পরিস্থিতি
রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। রবিবার পাওয়া তথ্য অনুযআয়ী, আগের ২৪ ঘণ্টায় ফের করোনা আক্রান্ত তিন হাজার ছুঁইছুঁই। একদিনে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৬২ জন। সংক্রমিত হয়ে একদিনে মৃত্যু হয়েছে ৪ জনের। রাজ্যে পজিটিভিটি রেট ১৭ দশমিক ৩৬ শতাংশ। রবিবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানান, ৫ থেকে ১২ বছর বয়সীদের ভ্যাকসিনেশনের জন্য প্রস্তুত কলকাতা পুরসভা। স্বাস্থ্য দফতরের সবুজ সঙ্কেত পেলে পরের দিন থেকেই শুরু হবে ছোটদের ভ্যাকসিনেশন।
সেন্টিনেল সার্ভেতে উদ্বেগজনক ছবি
অন্যদিকে, এই পরিস্থিতিতে স্বাস্থ্য দফতরের পঞ্চম সেন্টিনেল সার্ভেতে উঠে এসেছে উদ্বেগজনক ছবি। দেখা যাচ্ছে, উপসর্গ থাকা রোগীদের তুলনায় উপসর্গহীন করোনা আক্রান্তের সংখ্যা অনেক বেশি। রাজ্যের ৯টি জেলা এবং নন্দীগ্রাম ও বসিরহাট স্বাস্থ্য জেলায় পজিটিভিটি রেট ১০ শতাংশের বেশি। কোথাও কোথাও যা ২০ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। এই প্রেক্ষিতে জেলা এবং স্বাস্থ্য জেলা মিলিয়ে ১১টি জায়গাকে বিপজ্জনক হিসেবে লাল তালিকাভুক্ত করা হয়েছে। হলুদ তালিকাভুক্ত হয়েছে রামপুরহাট স্বাস্থ্য জেলা ও ৮টি জেলাকে। একমাত্র স্বস্তিদায়ক পরিস্থিতিতে রয়েছে মুর্শিদাবাদ। সেখানে পজিটিভিটি রেট ১ শতাংশের নিচে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement