International Nurse Day 2024: স্ট্য়াটিসটিকসেও বিপ্লব এনেছিলেন নাইটিঙ্গল ! নার্স দিবসে ফিরে দেখা তাঁর কাহিনি
International Nurse Day 2024 Florence Nightingale: পরিসংখ্যানশাস্ত্রের অন্য়তম অঙ্গ অঙ্ক। আর তাতেই দক্ষ ছিলেন ‘লেডি উইথ দ্য ল্যাম্প’ নাইটিঙ্গল। ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারীও।
International Nurse Day 2024: চিকিৎসকদের পাশাপাশি রোগীদের সুস্থ হয়ে ওঠার পিছনে যাদের ভূমিকা অপরিসীম, তারা হলেন নার্স। হাসপাতাল বা নার্সিংহোমে থাকার সময় তাদের অক্লান্ত পরিষেবাই সারিয়ে তোলে আমাদের। এই সময় আমাদের সম্পূর্ণ স্বাস্থ্যের খেয়াল রাখেন তাঁরা। আর তাই তাদের উৎসর্গ করে পালন করা হয় একটি বিশেষ দিন। দিনটি হল আন্তর্জাতিক নার্স দিবস। তবে এই দিনটি পালন করা হয় একজন বিশেষ নারীর নামেই। তিনি ফ্লোরেন্স নাইটিঙ্গল (Florence Nightingale)। তাঁর রোগীসেবা আজও সারা বিশ্বের কাছে বিদিত। আধুনিকা রোগী পরিষেবার সূচনা হয়েছিল তাঁর হাত ধরেই। কিন্তু ফ্লোরেন্স নাইটিঙ্গল যে শুধুই নার্স ছিলেন, তা কিন্তু নয়। বরং এক অসামান্য প্রতিভা ছিলেন নাইটিঙ্গল। তিনি পরিসংখ্যানবিদ্যাতেই বিপ্লব এনেছিলেন।
ক্রিমিয়ার যুদ্ধে ফ্লোরেন্স নাইটিঙ্গল
ক্রিমিয়ার যুদ্ধে নার্সদের ম্যানেজারের দায়িত্বে ছিলেন নাইটিঙ্গল। সেখানেই ম্যানেজারের পাশাপাশি তাঁকে ট্রেনিং দিতে হয় নার্সদের। এই সময়ের নার্সিং অর্থাৎ রোগী পরিষেবার আধুনিক দিকটির উন্মোচন করেন তিনি। ১৮৬০ সালে লন্ডনে সেন্ট থমাস হাসপাতালে নিজের নার্সিং স্কুল স্থাপন করেন নাইটিঙ্গল। এটিই বিশ্বের প্রথম ধর্মনিরপেক্ষ নার্সিং স্কুল ছিল বলে জানা যায় একাধিক সূত্রে। বর্তমানে নাইটিঙ্গলের এই স্কুলটি লন্ডনের কিংস কলেজের অন্তর্গত।
ছোট থেকেই মেধাবী নাইটিঙ্গল
পরিসংখ্যানবিদ্যাতেও নাইটিঙ্গলের অপরিসীম ভূমিকার কথা জানা যায়। ছোটবেলায় বাবার কাছে তাঁর প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ হয়। নার্সিং নিয়ে পরবর্তীকালে আগ্রহ বাড়লেও এক সময় দখল ছিল ধ্রুপদী সাহিত্য, দর্শন, ইতিহাস, অঙ্ক, ইতালীয় ভাষায়। অন্য় ভাইবোনদের থেকে পড়াশোনায় নাইটিঙ্গলের বেশি মেধা ছিল বলেও জানা যায়।
পরিসংখ্যানবিদ নাইটিঙ্গল
পরিসংখ্যানবিদ্যা অর্থাৎ স্ট্যাটিস্টিকসে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন নাইটিঙ্গল। পোলার এরিয়া ডায়াগ্রাম তাঁর হাতেই খ্যাতি লাভ করেছিল পরিসংখ্যানতত্ত্বে। তাই ওই ডায়াগ্রামকে নাইটিঙ্গল রোজ ডায়াগ্রামও বলা হয়ে থাকে। বর্তমানে হিস্টোগ্রাম আঁকার সময় সার্কুলার বা বৃৃত্তীয় হিস্টোগ্রাম আঁকার চল রয়েছে পরিসংখ্যানে। এই হিস্টোগ্রামের মতোই দেখতে ছিল নাইটিঙ্গল রোজ ডায়াগ্রাম। এর পাশাপাশি তথ্যকে লেখচিত্রে প্রকাশের ব্যাপারেও উদ্য়োগী হন নাইটিঙ্গল। তার হাতে লেখচিত্রে প্রকাশ বা গ্রাফিকাল রিপ্রেসেন্টেশন অন্য মাত্রা পায়। তবে শুধু অঙ্ক কষা বা নার্সিং নয়, এর পাশাপাশি একজন সুলেখিকাও ছিলেন তিনি!
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )