Vastu Tips: বাড়ির দেওয়ালে কি টিকটিকি থাকা শুভ? কীসের ইঙ্গিত দেয়?
Vastu Shastra: বাড়িতে টিকটিকি থাকা শুভ টিকটিকি আপনার অনেক কিছুকে পরিবর্তন করতে পারেন টিকটিকি ছাড়া বাড়ি তো সত্যিই খুঁজে পাওয়া যায় না!
কলকাতা: বাড়িতে টিকটিকি থাকা কি শুভ অনেকেই বলবেন হ্যাঁ আবার অনেকেই বলবেন না কিন্তু বাস্তুবিশেষজ্ঞরা বলছেন, বাড়িতে টিকটিকি থাকা শুভ টিকটিকি আপনার অনেক কিছুকে পরিবর্তন করতে পারেন টিকটিকি ছাড়া বাড়ি তো সত্যিই খুঁজে পাওয়া যায় না! কিন্তু বাড়িতে টিকটিকি থাকলে কি আদৌ কোনও প্রভাব পড়ে?
বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, আপনি যদি টাকা গোনার সময় বা টাকা রাখার সময় টিকটিকি টিক টিক করে আওয়াজ শুনতে পান, তাহলে বুঝতে পারবেন আপনার অর্থ ভাগ্য ফিরে যাবে।
ঘরে যদি মরা টিকটিকি থাকে বা মরা টিকটিকি দেখতে পান তাহলে এটি কিন্তু আপনার জন্য একেবারেই সুখ নয় তাই তাড়াতাড়ি টিকটিকিকে কোন মাটির মধ্যে পুঁতে দিন।
কোন কাজে যাওয়ার আগে বা কোন পরীক্ষায় যদি সফল হতে চান, তার আগে যদি দেখেন কোন দুটো টিকটিকি মারামারি করছে তাহলে কিন্তু সাবধান হয়ে যাবেন, তাহলে কিন্তু এটি আপনার জন্য অশুভ সংকেত বয়ে আনবে।
আরও পড়ুন, পায়ে কালো সুতো পরলে শনির দৃষ্টি এড়ানো যায়? কী জানাচ্ছে বাস্তুশাস্ত্র?
যদি আপনার গায়ে টিকটিকি পড়ে, তাহলে বুঝবেন আপনি সম্মানিত হতে চলেছেন খুব তাড়াতাড়ি। এই কারণেই বাস্ত বিশেষজ্ঞরা বলছেন, ঠিকই আপনার জন্য অত্যন্ত শুভ তাই বাড়িতে যদি টিকটিকি থাকে টিকটিকিকে মেরে ফেলবেন না, এছাড়াও টিকটিকি ছোট ছোট পোকামাকড় খেয়ে আপনার ঘরের পরিবেশকে অনেক ভালো রাখে।
ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা জরুরী যে ABPLive.com এমন কোনও ধরনের বিশ্বাস, তথ্যকে সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।