Janmashtami 2021 : জন্মাষ্টমীর শুভ তিথিতে প্রিয়জনকে পাঠান এই শুভেচ্ছাবার্তা
Janmashtami 2021: সোমবার মহাসমারোহে সারা বিশ্বে পালিত হবে জন্মাষ্টমী উৎসব। এই শুভ দিনে আপনিও আপনার পরিচিত, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনকে বিশেষ বার্তা পাঠাতে পারেন।
![Janmashtami 2021 : জন্মাষ্টমীর শুভ তিথিতে প্রিয়জনকে পাঠান এই শুভেচ্ছাবার্তা Janmashtami 2021 : wishes and messages to share with your family and friends Janmashtami 2021 : জন্মাষ্টমীর শুভ তিথিতে প্রিয়জনকে পাঠান এই শুভেচ্ছাবার্তা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/23/b47336091b4e911da2fbebd9e5498394_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : রাত পোহালেই জন্মাষ্টমী (Janmashtami 2021)। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে প্রতিবছর সারা বিশ্বে পালিত হয় এই বিশেষ দিনটি। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্ম নেন শ্রীকৃষ্ণ। পুরাণ অনুযায়ী জানা যায়, দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্যই জন্ম হয়েছিল তাঁর।
চলতি বছর ৩০ অগাস্ট মহাসমারোহে সারা বিশ্বে পালিত হবে জন্মাষ্টমী উৎসব। এই শুভ দিনে আপনিও আপনার পরিচিত, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনকে বিশেষ বার্তা পাঠান-
১. শুভ জন্মাষ্টমী। প্রার্থনা করি, ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত আশীর্বাদ আপনার উপর বর্ষিত হোক। প্রার্থনা করি, আপনার জীবনে অনেক অনেক খুশি আসুক।
২. আজকের এই শুভ দিনে প্রার্থনা করি, আপনার সব স্বপ্ন পূরণ হোক। শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা নেবেন।
৩. প্রার্থনা করি, ভগবান শ্রীকৃষ্ণ আপনার বাড়িতে আসুন আর মাখন-মিছরির সঙ্গে আপনার সমস্ত দুঃখ এবং চিন্তা চুরি করে নিয়ে যান।
৪. ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে মহাভারতের যুদ্ধে অর্জুনকে সঠিক রাস্তা দেখিয়েছিলেন, সেভাবেই আপনাকেও সঠিক রাস্তা দেখান এই প্রার্থনাই করি।
৫. আপনাকে এবং আপনার পরিবারকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। জয় শ্রীকৃষ্ণ।
৬. জন্মাষ্টমীর শুভ তিথিতে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। প্রার্থনা করি আপনার জীবনের সমস্ত দুঃখ, চিন্তা দূর হয়ে জীবনভরে উঠুক হাসি, খুশি, ভালবাসায়। সুস্থ থাকুন, ভাল থাকুন।
৭. ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা আপনার মঙ্গল করুন এই প্রার্থনাই করি। শুভ জন্মাষ্টমী।
৮. আপনার দরজায় পড়ুক শ্রীকৃষ্ণের পদধূলি। তাঁর কৃপায় আপনার জীবন হয়ে উঠুক সদা সুখময়।
৯. জন্মাষ্টমীর এই শুভ দিনে সবাই সুখে থাকুন। সমস্ত দুর্দশা দূর হয়ে আপনার জীবনে ভরে উঠুক ভালবাসা ও শান্তি।
১০. নন্দ গোপালের আশীর্বাদে আপনার জীবন ভরে উঠুক আনন্দে। শুভ জন্মাষ্টমী।
১১. জন্মাষ্টমীর মতোই আনন্দময় হয়ে উঠুক আপনার প্রতেকটা দিন। পূরণ হোক মনের সমস্ত চাওয়া-পাওয়া।
১২. শ্রীকৃষ্ণের আশীর্বাদে পৃথিবী থেকে দূর হোক সমস্ত দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা। সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)