![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Jio New Prepaid Plans: 'নো ডেইলি লিমিট,' প্রিপেড গ্রাহকদের জন্য নতুন অফার আনল জিও
শনিবার ৫টি নতুন প্ল্যান এনেছে জিও। সময়ের নিরিখে এই প্ল্যানগুলি আনা হয়েছে। যার নাম নো ডেইলি লিমিট।
![Jio New Prepaid Plans: 'নো ডেইলি লিমিট,' প্রিপেড গ্রাহকদের জন্য নতুন অফার আনল জিও Jio launches new prepaid plans with no daily data limit; check details Jio New Prepaid Plans: 'নো ডেইলি লিমিট,' প্রিপেড গ্রাহকদের জন্য নতুন অফার আনল জিও](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/26/4b97eca7870512af3706e69f363ed305_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: প্রিপেড গ্রাহকদের জন্য প্ল্যান নিয়ে এল জিও। জানা গিয়েছে, নতুন প্ল্যানে থাকছে না প্রতিদিন ডেটা ব্যবহারের কোনও নির্দিষ্ট সীমা। একইসঙ্গে ব্যবহার করা যাবে জিও টিভি, জিও সিনেমা, জিও নিউজ। এর পাশাপাশি আনলিমিটেড ফ্রি ভয়েস কলের সুবিধাও পাওয়া যাবে।
বরাবরই কম খরচে একাধিক প্ল্যানে নিয়ে আসে জিও। গতকাল, শনিবার ৫টি নতুন প্ল্যান এনেছে জিও। সময়ের নিরিখে এই প্ল্যানগুলি আনা হয়েছে। যার নাম নো ডেইলি লিমিট। ১৫ থেকে ৩৬৫ দিন পর্যন্ত এই সুবিধা পাবেন গ্রাহকরা। ওয়েবসাইট অনুযায়ী, নতুন প্ল্যান গুলির বৈধতা, ১৫ দিন, ৩০ দিন, ৬০ দিন, ৯০ দিন এবং ৩৬৫ দিন। বৈধতার সময়সীমা পর্যন্ত এই পাঁচটি প্ল্যান আনলিমিডেট ডেটা এবং ভয়েস কলের অফার দিচ্ছে। সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে, ডিজিটাল জীবনে নতুন প্ল্যান আনবে জিও ফ্রিডম।
জিও জানিয়েছে, প্রতিদিন ডেটা শেষ হয়ে যাবে, গ্রাহকদের এই নিয়ে আর চিন্তা করতে হবে না। ৩০ দিনের বৈধতা শেষ হওয়ার আগে মনে করিয়ে দেওয়া হবে। ১৫ দিনের জন্য এই সুবিধা পেতে হলে রিচার্জ করতে হবে ১২৭ টাকা দিয়ে। প্রতিদিন ১২ জিবি ডেটা পাওয়া যাবে। ৩০ দিনের জন্য এই সুবিধা পেতে হলে রিচার্জ করতে হবে ২৪৭ টাকা দিয়ে। প্রতিদিন ২৫ জিবি ডেটা পাওয়া যাবে। ৪৪৭ টাকা দিয়ে রিচার্জ করলে তার বৈধতা ৬০ দিন। প্রতিদিন ৫০ জিবি ডেটা পাওয়া যাবে। ৫৯৭ টাকা দিয়ে রিচার্জ করলে তার বৈধতা ৯০ দিন। প্রতিদিন ৭৫ জিবি ডেটা পাওয়া যাবে। এরপর সবথেকে দামি ফ্রিডম প্ল্যান এক বছরের জন্য ২ হাজার ৩৯৭ টাকা দিয়ে রিচার্দ করলে ৩৬৫ জিবি ডেটা পাওয়া যাবে প্রতিদিন। এই প্ল্যানে ব্যবহার করা যাবে জিও টিভি, জিও সিনেমা, জিও নিউজ। এর পাশাপাশি আনলিমিটেড ফ্রি ভয়েস কলের সুবিধাও পাওয়া যাবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)