Kidney Failure Symptoms: ধীরে ধীরে কমছে কিডনির কার্যক্ষমতা, কোন কোন লক্ষণ দেখে বুঝবেন?
Kidney Function: আচমকা মাথা ঝিমঝিম করলে সেটাও অনেক সময় কিডনির সমস্যার কারণে হতে পারে। অতিরিক্ত ক্লান্তিও লাগতে পারে কিডনির সমস্যার কারণে।

Kidney Failure Symptoms: সুস্বাস্থ্যের জন্য শরীরের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গের সঠিক ভাবে কাজ করা জরুরি। আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হল কিডনি। আমাদের শরীরে ফিল্টারের মতো কাজ করে এই অঙ্গ। কিডনি সঠিক ভাবে কাজ করলে তবেই শরীরে জমে থাকা যাবতীয় দূষিত পদার্থ বা টক্সিন বেরিয়ে আসে। শরীরে ভিতর থেকে পরিশ্রুত হয়। কিডনি বিকল হয়ে গেলে, সঠিক ভাবে কাজ না করলে শরীরে একাধিক সমস্যা দেখা দিতে পারে। আপনার শরীরের কোন কোন লক্ষণ দেখলে বুঝতে পারবেন যে কিডনিতে সমস্যা হয়েছে, ঠিকভাবে আর কাজ করছে না এই অঙ্গ, জেনে নিন।
- কিডনির সমস্যা দেখা দিলে প্রস্রাবের সমস্যা হবে। প্রস্রাবের সঙ্গে ফেনা বেরোতে পারে কিডনি ভালভাবে কাজ না করলে। প্রস্রাব করার সময় ব্যথাও হতে পারে।
- কিডনির সমস্যা দেখা দিলে রাতের দিকে বারবার প্রস্রাব পেতে পারে আপনার। বিশেষ করে বেশি রাতের দিকে এই সমস্যা দেখা দিতে পারে।
- কিডনির সমস্যা দেখা দিলে হাতের বিভিন্ন অংশ ফুলে যেতে পারে আপনার। পা এবং মুখেও ফ্লুইড জমে ফোলাভাব দেখা যেতে পারে।
- কিডনি সঠিক ভাবে কাজ না করলে আপনার মস্তিষ্কে ঠিক ভাবে অক্সিজেন পৌঁছবে না। এর ফলে মাল্টি অরগ্যান ফেলিওর হওয়ার সম্ভাবনা থাকবে। মস্তিষ্কে অক্সিজেন সঠিক মাত্রায় না পৌঁছলে, মস্তিষ্কেও অনেক সমস্যা দেখা দিতে পারে।
- কিডনির সমস্যা দেখা দিলে আপনার শরীরে অ্যানিমিয়াও দেখা দিতে পারে। অর্থাৎ রক্তাল্পতাতে ভুগতে পারেন আপনি। ফ্যাকাসে হয়ে যেতে পারে আপনার চেহারা।
- আচমকা মাথা ঝিমঝিম করলে সেটাও অনেক সময় কিডনির সমস্যার কারণে হতে পারে। অতিরিক্ত ক্লান্তিও লাগতে পারে কিডনির সমস্যার কারণে। সারাক্ষণ একটা ঝিমানি, ক্লান্তি ভাব থাকতে পারে।
- কিডনি ঠিক ভাবে কাজ না করলে শরীরে দূষিত পদার্থ ক্রমশ জমতে থাকে। কিডনিতে পাথর জমতে পারে। পিঠের নীচের দিকে ব্যথাও হতে পারে।
- কিডনিতে ঠিক ভাবে কাজ না করলে, শরীরে জমে যায় দূষিত পদার্থ। এর ফলে খাওয়া-দাওয়ার প্রতি অনীহা আসে। গা-গোলাতে থাকবে আপনার।
আরও পড়ুন- হাতে-পায়ে আচমকা তীব্র যন্ত্রণা, মনে হবে যেন কেউ পিন-সূচ ফোটাচ্ছে, কেন এমন হয়?
আরও পড়ুন- ফল খেলে কমবে বদহজম, দূর হবে অ্যাসিডিটি-গ্যাসের সমস্যা, কী কী রাখবেন মেনুতে?
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )






















