Goldman Of Bihar: ‘বিহারের স্বর্ণমানব’, বাইকটাও সোনার ! কেন এমন 'সোনায় সোহাগা' হওয়ার সাধ প্রেমের ?
Goldman Of Bihar With Golden Bike: স্বর্ণমানব বললেই গোটা বিহার নাকি দেখিয়ে দেবে তাঁকেই। কেন এমন সোনায় সোহাগা হওয়ার সাধ তাঁর ?
Goldman Of Bihar: নাম প্রেম সিং। দাবিও প্রেমের। তাঁর কথায়, সারা বিহার তাঁকে ভালবাসে। তাঁর ভালমন্দের উপর নজর রাখেন খোদ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে গোটা বিহার প্রশাসন। তবে প্রেম সিং নাম বিহারে গিয়ে বললে কিন্তু কেউ চিনতে পারবে না কার কথা বলা হচ্ছে। যদি বলা হয়, ‘গোল্ডম্যান অব বিহার’ তাহলে একবাক্যে সকলে দেখিয়ে দেবে প্রেমকে। হ্যাঁ, বিহারে গোল্ডম্যান নামেই জনপ্রিয় এই মধ্যবয়স্ক ব্যক্তি। যার কথায় হাবেভাবে বিনয়ের পাশাপাশি রয়েছে দেশের গোল্ডম্যান হয়ে ওঠার স্থির লক্ষ্যও।
গোল্ডম্যান অব বিহারের সোনার হিসেব
গলায় বিশাল বিশাল হার। এত বড় হার সচরাচর দেখাই যায় না। প্রতিটি আঙুলে মোটা মোটা আংটি। এছাড়াও, তাঁর হাতে মোটা মোটা সোনার বালা। সারা গায়ে প্রায় ৫ কেজি ৪০০ গ্রাম সোনা রয়েছে। যা দেখলে রীতিমতো নজর কাড়বে যেকারওর। যেকারওর বলতে সেই তালিকায় চোর, ডাকাতও নিঃসন্দেহে থাকবে। কারণ এইসব পরেই তিনি রাস্তায় নির্ভয়ে ঘুরে বেড়ান। এর জন্য় তাঁর ভয় লাগে না ? এই প্রশ্নের জবাবে বেশ সুন্দর একটি উত্তর দেন প্রেম সিং।
বিহার প্রশাসন তাঁর ‘দেখাশোনা’ করে
প্রেমের দাবি, বিহার প্রশাসন তাঁর খেয়াল রাখে। তাই সামান্য চোর ডাকাতকে তিনি মোটেই ভয় পান না। শুধু তাই নয়, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ভূয়সী প্রশংসা করতেও শোনা যায় এই দিন তাঁকে। এই দিন বিহারের সুশাসন নিয়ে একটি শায়েরিও সংবাদমাধ্যমকে শুনিয়ে দেন প্রেম সিং। শুধু বিহার প্রশাসন নয়, প্রেম সিং তার জেলার সিনিয়র এসপি ও ডিজিপির নামও করেন। তাঁর কথায়, তারাও প্রেমকে সুরক্ষিত রাখেন।
সোনার বাইক
শুধু যে সোনার গয়না ও অলঙ্কারে নিজেকে সাজিয়েছেন তা কিন্তু নয়। এর পাশাপাশি তাঁর বাইক চালানোর শখ। তাই প্রিয় বাইকটিকেও ছাড়েননি সোনার অলংকার দিয়ে সাজাতে (Goldman Of Bihar With Golden Bike)। সংবাদমাধ্যমকে প্রেম জানান, তাঁর বাইকটি বেঙ্গালুরু থেকে বিশেষ অর্ডার দিয়ে বানানো। ১১ লাখেরও বেশি টাকা এর পিছনে খরচ করেছেন তিনি। পাশাপাশি ১৫০ -২০০ গ্রাম সোনা দিয়ে মোড়া রয়েছে বাইকের উপরের অংশটি।
বিহার নিয়ে গর্ব
দেশের দ্বিতীয় গোল্ডম্যান তিনি। কিন্তু নিজেকে গোল্ডম্যান অব বিহার বলতেই পছন্দ করেন প্রেম। বিহারের মাটিতে জন্ম বলে এই মাটির নামেই নিজের পরিচয় শুনতে বেশি পছন্দ করেন প্রেম। এই দিন সংবাদমাধ্যমে গোল্ডম্যান অব বিহারকে সুরক্ষিত রাখার জন্য় রাজ্যের কাছে আর্জিও জানান তিনি।
আরও পড়ুন - Tinder Date Scam: টিন্ডার ম্যাচের সঙ্গে ডেটে গিয়ে ক্যাফেতে বিল মেটাতে হল ১ লাখ! চরম প্রতারণার শিকার যুবক
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।