লং কোভিডে স্ট্রোক, পার্কিনসন ডিসিজের লক্ষণ! অবহেলায় সর্বনাশ, অতীতে কোভিড আক্রান্তদের সতর্ক করল গবেষণা
চিকিৎসকরা দেখেছেন, কোভিড আক্রান্ত হয়ে পরবর্তী দীর্ঘ সময় ক্লান্তিতে ভোগা , শ্বাসকষ্ট, ব্রেন ফগের মতো লক্ষণ হয়েই থাকে। কিন্তু এবার এক গবেষণায় তার থেকেও চাঞ্চল্যকর দাবি করা হল।

মেলবোর্ন: কোভিড নিয়ে ভয়ঙ্কর ভয়, মৃত্যু মিছিল, জীবনহানির আতঙ্ক অনেকটাই কাটিয়ে উঠেছে মানুষ। কখনও কোথাও কোভিড আক্রান্তের সংখ্যা বাড়লেও, তা থেকে মৃত্যুর হার কমেছে। কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির হারও এখন অনেকটাই কম। এই পরিস্থিতিতে লং কোভিড নিয়ে এক ভয়ঙ্কর তথ্য এল সামনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অনুসারে, কোভিড আক্রান্ত হওয়ার পর মাস তিনেক কয়েকটি সমস্যা প্রকট হতে পারে বা কোভিডের বিশেষ কয়েকটি লক্ষণ স্থায়ী হলে, তাকে লং কোভিড বলা হয়। এই লক্ষণগুলি কখনও কখনও তার থেকে বেশি সময় স্থায়ী হয়ে থাকে। চিকিৎসকরা দেখেছেন, কোভিড আক্রান্ত হয়ে পরবর্তী দীর্ঘ সময় ক্লান্তিতে ভোগা , শ্বাসকষ্ট, ব্রেন ফগের মতো লক্ষণ হয়েই থাকে। বহু চিকিৎসক কোভিডের প্রতিক্রিয়া হিসেবে হার্টের সমস্যার কথাও উল্লেখ করেছেন। কিন্তু এবার এক গবেষণায় তার থেকেও চাঞ্চল্যকর দাবি করা হল।
মেলবোর্নের চিকিৎসক ও গবেষক দল একটি রিসার্চ সামনে এনেছেন। সেখানে তাঁদের দাবি, লং কোভিডের প্রভাব আরও সুদূরপ্রসারী। তাঁদের মতে, লং কোভিডের ২০০ টিরও বেশি লক্ষণ রয়েছে। কিছু ক্ষেত্রে,লং কোভিডের লক্ষণগুলি কয়েক মাস স্থায়ী হয়। কিছু ক্ষেত্রে বছরের পর বছর ধরে এই সমস্যা চলতে পারে। উপরে আলোচিত লক্ষণগুলি ছাড়াও নিম্নলিখিত লক্ষণগুলিও পেয়েছেন গবেষকরা।
- দীর্ঘস্থায়ী ক্লান্তি
- স্ট্রোকের লক্ষণ
- রিউমাটয়েড আর্থ্রাইটিস
- পার্কিনসন ডিসিজের লক্ষণ
গবেষকদের মতে, লং কোভিড বা দীর্ঘস্থায়ী কোভিডের বিষয়টি মোটেই হেলাফেলা করার ময়। খুবই গুরুতর সমস্যা এটি। অস্ট্রেলিয়া জুড়ে দীর্ঘস্থায়ী কোভিড নিয়ে বসবাসকারী ১২১ জন প্রাপ্তবয়স্কের উপর সমীক্ষা চালান তাঁরা। ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের জুনের মধ্যে কোভিড আক্রান্ত হয়েছিলেন,যাদের বেশিরভাগের বয়স ৩৬-৫০ বছর,বেশিরভাগই কখনও হাসপাতালে ভর্তি হননি, বাড়িতেই তাদের অসুস্থতা সামলাতে পেরেছিলেন, এমন মানুষদের তথ্যে নজর রাখা হয়। দেখা গিয়েছে, এঁরা কোভিড নেগেটিভ হয়ে গেলেও কয়েক মাস বা বা বছর পরেও, দৈনন্দিন কাজকর্মে স্বাভাবিক হতে পারেননি। WHO এর Disability Assessment Schedule (WHODAS 2.0), the Short Form Health Survey (SF-36) অনুসারে তাঁদের সমস্যার জায়গাগুলি পরিমাপ করা হয়। তাতে দেখা গিয়েছে, অস্ট্রেলিয়ায় ৯ শতাংশ মানুষই কোভিড আক্রান্ত হওয়ার পর গুরুতর অক্ষমতার সীমায় পৌঁছে যান। যাঁদের নিয়ে গবেষণাটি করা হয়, তাঁরা কোভিড আক্রান্ত হওয়ার পরেও প্রায় ২৭ দিন দৈনন্দিন কাজকর্মে সমস্যার মুখোমুখি হয়েছিলেন। প্রায় ১৮ দিন তারা কাজ করতে অক্ষম ছিলেন। খাওয়া বা পোশাক পরার মতো কাজগুলি করার অবস্থায় ছিলেন না অনেকেই। কাজে যোগ দিতে পারেনি দীর্ঘদিন। জীবনযাত্রার মানও খারাপভাবে প্রভাবিত হয়েছিল।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )






















