Makar Sankranti 2023: পিছু ছাড়বে না দুর্ভাগ্য! মকর সংক্রান্তিতে এই কাজগুলো একেবারেই করবেন না
Makar Sankranti: এই উৎসব পালনের বেশ কিছু রীতিনীতি রয়েছে। কিছু কিছু কাজ একেবারেই করা যায় না এই দিনে।
![Makar Sankranti 2023: পিছু ছাড়বে না দুর্ভাগ্য! মকর সংক্রান্তিতে এই কাজগুলো একেবারেই করবেন না Makar Sankranti 2023: don't do these things on makar sankranti, know in details Makar Sankranti 2023: পিছু ছাড়বে না দুর্ভাগ্য! মকর সংক্রান্তিতে এই কাজগুলো একেবারেই করবেন না](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/12/759fcd0305d5e601a6233b14968ebc9b1673498166196214_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আর মাত্র দুটো দিন পরই মকর সংক্রান্তি (Makar Sankranti 2023)। সারাদেশে এই উৎসব পালন করা হয়। বাঙালিদের কাছে এটি একটি অন্যতম ঐতিহ্যবাহী দিন। মকর সংক্রান্তিতে ঘরে ঘরে বিশেষ পুজো হয়। তার সঙ্গে পিঠে, পুলি, পায়েস খাওয়ার রেওয়াজ চলে আসছে বছরের পর বছর ধরে। পাশাপাশি এই উৎসব পালনের বেশ কিছু রীতিনীতি রয়েছে। কিছু কিছু কাজ একেবারেই করা যায় না এই দিনে।
মকর সংক্রান্তিতে কোন কোন কাজ করবেন না?
পূরাণ অনুযায়ী জানা যাচ্ছে, মকর সংক্রান্তি পালনে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। এই বিশেষ দিনে বেশ কিছু কাজ একেবারেই করা উচিত নয়।
১. মকর সংক্রান্তিতে কোনও ব্যক্তির সঙ্গে দুর্ব্যবহার করা একেবারেই উচিত নয়। কারও সঙ্গে খারাপ ব্যবহার করলে ঈশ্বর ক্ষুব্ধ হন।
২. এই বিশেষ দিনে আমিষ কোনও খাবার খাওয়া উচিত নয়। এমনকি পেঁয়াজ কিংবা রসুনও খাওয়া চলবে না।
৩. মকর সংক্রান্তিতে দুর্ভাগ্য এড়াতে গাছ কাটতে নিষেধ করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এই দিনে গাছ কাটা বা গাছের ডাল ছাঁটার মতো কাজ করলে প্রকৃতি দেবতা ক্ষুব্ধ হন। আর তার ব্যাপক প্রভাব পড়ে জীবনে।
আরও পড়ুন - Daily Astrology: দুঃসংবাদ পেতে পারেন কারা? পড়ুন আজকের রাশিফল
৪. আমিষ খাবার, গুটখা. তামাকজাতীয় খাবার, অ্যালকোহল থেকে এই দিন দূরে থাকা দরকার।
৫. মকর সংক্রান্তির দিনে বাড়িতে আসা ভিখারি কিংবা ব্রাহ্মনকে ফেরানো উচিত নয়।
প্রসঙ্গত, সাধারণত প্রতি বছর মকর সংক্রান্তির উৎসব ১৪ জানুয়ারি পড়ে। কিন্তু এমন কিছু বছরও আসে যখন মানুষ মকর সংক্রান্তির তারিখ নিয়ে বিভ্রান্ত হয়। এই ২০২৩ সালেও মকর সংক্রান্তির তারিখ নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে। কেউ ১৪, আবার কেউ ১৫ জানুয়ারি মকর সংক্রান্তির তারিখ বলছে। এবার সূর্যদেব ১৪ জানুয়ারি রাতে ৮টা ৪৩ মিনিটে মকর রাশিতে প্রবেশ করবে। তাই উদয়তিথি অনুসারে পরের দিন, ১৫ জানুয়ারি মকর সংক্রান্তি পালিত হবে।
ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)