Mental Depression: সেন্টের গন্ধে কমতে পারে মানসিক অবসাদ !
Perfume Effect In Mental Depression: সেন্টের গন্ধ কমিয়ে দিতে পারে মানসিক অবসাদ। সম্প্রতি এক গবেষণায় জানা গেল এমনটাই।
কলকাতা: মানসিক অবসাদে অনেকেই দীর্ঘ দিন ধরে ভুগতে থাকেন। আর এর প্রভাব পড়তে শুরু করে তাদের মস্তিষ্কের উপর। শরীর সক্রিয় থাকলে মস্তিষ্ক সক্রিয়া থাকে। কিন্তু অবসাদে ভোগা মানুষদের মধ্যে শারীরিক সক্রিয়তা কম। যার ফলে তাদের মানসিক সক্রিয়তাও কমতে থাকে। মন ও মস্তিষ্ক সক্রিয় না থাকলে পুরোনো কিছু মনে রাখা কঠিন হয়ে পড়ে। যার ফলে ভুলে যাওয়ার সমস্যা দেখা দিতে থাকে। অনেকেরই এই সমস্যা দেখা দেয়। তবে এটি ডিমেনশিয়া নয়। কারণ ডিমেনশিয়ার আরও বেশ কিছু লক্ষণ রয়েছে। তবে ডিমেনশিয়ার দিকে গড়াতে পারে এই সমস্যা। সম্প্রতি জামা নেটওয়ার্ক ওপেনে এই নিয়ে একটি গবেষণা প্রকাশিত হয়েছে। তাতে দেখা গিয়েছে আশার আলো।
সেন্টের গন্ধই সুরাহা
জামা নেটওয়ার্ক ওপেনে প্রকাশিত ওই গবেষণা বলছে, পরিচিত সেন্টের গন্ধই কামাল করতে পারে। সেন্ট বা পারফিউমের গন্ধ দিয়ে আমরা অনেক কিছু বুঝতে পারি, চিনতে পারি। পরিচিত মানুষদের শনাক্ত করার কাজে এটি অনেকটাই কাজ করে। এবার স্মৃতি ফেরানোর কাজেও সেটি প্রযোজ্য হচ্ছে বলে জানাচ্ছে ওই গবেষণা।
কী বলছেন গবেষক
নিউরোসায়েন্স গবেষক ও সাইকিয়াট্রির অধ্যাপক কিমবার্লি ইয়ং সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অবসাদ বা ডিপ্রেশনের রোগীদের স্মৃতিশক্তি থাকে। সেটি হারিয়ে যায় না। কিন্তু সেই স্মৃতিশক্তি পর্যন্ত পৌঁছাতে তাদের সমস্যা হয়। সেই সমস্যার সুরাহা করতে পারে সেন্টের সুগন্ধ।
শব্দের চেয়ে গন্ধের জোর বেশি
সাধারণত কাউকে কিছু মনে করাতে হলে আমরা কিছু শব্দ ব্যবহার করি। এই শব্দগুলি ওই ঘটনা বা ব্যক্তির সঙ্গে জড়িত থাকে। কিন্তু অনেক সময় শব্দে কাজ হয় না। সেগুলি বললেও অবসাদে থাকা ব্যক্তি ঠিকমতো মনে করতে পারেন না। বিজ্ঞানীদের দাবি, এই সমস্যাতেই কার্যকর হচ্ছে গন্ধ। সুগন্ধের সঙ্গে অনেকের অনেক স্মৃতি জড়িয়ে থাকে। জড়িয়ে থাকে পরিচিত মানুষগুলির সঙ্গে ঘটে যাওয়া নানা ঘটনার কথা। এই ঘটনাগুলিকে, মানুষগুলিকে মনে করিয়ে দিতে পারে সেন্ট বা পারফিউমের সুগন্ধ। এমনটাই দেখা গিয়েছে গবেষণায়। হার্ভার্ড মেডিক্যাল স্কুলের সাইকিয়াট্রির অধ্যাপক ড্যানিয়েল ডিলন সংবাদমাধ্যমকে বলেন, এটি অবসাদ ও স্মৃতির সমস্যা নিয়ে হওয়া একটি জোরদার গবেষণা। ভবিষ্যতে এর সাহায্যে আরও নয়া তথ্য জানা যাবে বলে জানান তিনি। প্রসঙ্গত, তিনি এই গবেষণার সঙ্গে জড়িত নন।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আরও পড়ুন - ডিম দিয়ে দাঁতের মাজন, গাছের সার; আর কী কী হয় বলুন তো
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )