Rath Yatra 2022: সৌভাগ্য ফেরাতে রথযাত্রার পুণ্য তিথিতে এই কাজগুলি করুন
Rath Yatra: এই বিশেষ দিনে নিজের সৌভাগ্য ফেরাতে কোন কোন কাজ অবশ্যই করা দরকার, জেনে নেওয়া যাক সে সম্পর্কে।
কলকাতা: আজ রথযাত্রা (Rath Yatra 2022)। সারা দেশজুড়ে এই উৎসব পালন করা হচ্ছে। পুরী (Puri Rath Yatra 2022) থেকে মাহেশ, দেশের বিভিন্ন প্রান্তের রথ সেজে উঠেছে। জগন্নাথ দেবের আরাধনায় মগ্ন গোটা দেশবাসী। এই বিশেষ দিনে কোথাও এক রথেই যাত্রা করেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিন ভাইবোন। আবার কোথাও তিন ভাইবোনের জন্য আলাদা রথের আয়োজন করা হয়। কথিত আছে, রথযাত্রার পুণ্য তিথিতে বেশ কিছু নিয়ম পালন করলে সৌভাগ্য ফিরতে পারে বলে। এই বিশেষ দিনে নিজের সৌভাগ্য ফেরাতে কোন কোন কাজ অবশ্যই করা দরকার, জেনে নেওয়া যাক সে সম্পর্কে।
সৌভাগ্য ফেরাতে এই কাজগুলো করুন রথযাত্রার পুণ্য তিথিতে-
১. শাস্ত্রমতে জানা যায়, রথযাত্রার দিন যদি গঙ্গাস্নান করা যায়, তাহলে ঈশ্বর সন্তুষ্ট হন। এই পবিত্র দিনে পবিত্র গঙ্গার জলে ডুব দিলে ধুয়ে যায় সমস্ত পাপ। দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্য ফিরে আসে। এই বিশেষ দিনটা জীবনের স্পেশাল মানুষদের সঙ্গেও কাটাতে পারেন। সূর্যোদয় এবং সূর্যাস্ত এই দুটি মুহূর্ত রথযাত্রার পুণ্য তিথির মধ্যে বিশেষভাবে ধরা হয়।
২. সৌভাগ্য ফেরাতে রথযাত্রার দিন রথের দড়িতে টান দিতে ভুলবেন না। বলা হয়, জগন্নাথ, বলরাম, সুভদ্রা যে রথে চেপে যাত্রা করেন, তার দড়িতে হাত দিয়ে স্পর্শ করা অত্যন্ত পুণ্যের। হাজারো ব্যস্ততার মাঝে সময় করে একবার রথের দড়ি স্পর্শ করুন। এতে যেমন সৌভাগ্য ফেরে, তেমনই পুণ্যলাভও হয়।
৩. বহু সময়ই পয়লা বৈশাখ বা অক্ষয় তৃতীয়ার দিন অফিস উদ্বোধন কিংবা গৃহপ্রবেশ, ভিত পুজো এসব করা হয়ে থাকে। রথযাত্রার দিন নতুন বাড়ির গৃহপ্রবেশ, অফিস কিংবা দোকান উদ্বোধনকেও অত্যন্ত পুণ্যের বলে মনে করা হয়। এই পুণ্য তিথিতে কোনও ব্যবসা চালু করলেও লাভের মুখ দেখতে পারেন।
আরও পড়ুন - Health Tips: যে খাবারগুলি খাওয়ার আগে বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখা দরকার
৪. রথযাত্রার বিশেষ দিনে দেবতাকে ক্ষীর, জিলিপি, খাজাজাতীয় মিষ্টি দেওয়ার রেওয়াজ রয়েছে। এছাড়াও এই বিশেষ দিনে পাঁপড়, তেলেভাজা খাওয়ার চলও চলে আসছে বহু বছর ধরে।
৫. সৌভাগ্য ফেরাতে রথযাত্রার পুণ্য তিথিতে নিরামিষ খাবার খাওয়া দরকার। এই দিনে পাপড় দিয়ে নিরামিষ খিচু়ডি খাওয়ার চল রয়েছে।
৬. ঈশ্বরকে হলুদ ফুল দিয়ে পুজো করুন। তাতে দেবতা সন্তুষ্ট হন।
ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।