Republic Day 2022 Sticker : প্রজাতন্ত্র দিবসের স্টিকার কীভাবে ডাউনলোড করবেন? রইল সহজ পদ্ধতি
প্রজাতন্ত্র দিবসে প্রিয়জন, বন্ধু, আত্মীয়দের বিশেষ স্টিকার পাঠিয়ে শুভেচ্ছা জানাতে চান? নিজে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন স্টিকার। ধাপে ধাপে কীভাবে ডাউনলোড করবেন, রইল তার সহজ পদ্ধতি।
![Republic Day 2022 Sticker : প্রজাতন্ত্র দিবসের স্টিকার কীভাবে ডাউনলোড করবেন? রইল সহজ পদ্ধতি Republic Day 2022 Sticker How To Download Republic Day WhatsApp Sticker Send to friends and families Republic Day 2022 Sticker : প্রজাতন্ত্র দিবসের স্টিকার কীভাবে ডাউনলোড করবেন? রইল সহজ পদ্ধতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/24/679e1dd916c713b15510854d7369b1ef_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ২৬ জানুয়ারি আসছে প্রজাতন্ত্র দিবস (Republic Day)। পরিবারের সদস্য, বন্ধু,আত্মীয় এবং প্রিয়জনদের সঙ্গে এই বিশেষ দিন উদযাপন করবেন। প্রজাতন্ত্র দিবসের (Republic Day 2022) শুভেচ্ছাও জানাবেন তাঁদের। কীভাবে এই বিশেষ দিনের বিশেষ ছবি কিংবা স্টিকার ডাউনলোড করবেন? ধাপে ধাপে জেনে নিন পদ্ধতি।
প্রজাতন্ত্র দিবসের ছবি বা স্টিকার ডাউনলোড করার জন্য যে যে পদ্ধতিগুলো আপনাকে করতে হবে- (Republic Day Sticker Download)
১. প্রথমে গুগল প্লে স্টোরে (Google Play Store) যেতে হবে।
২. এবার গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ (Search) অপশনে লিখুন 'রিপাবলিক ডে হোয়াটস অ্যাপ স্টিকার' (Republic Day WhatsApp Sticker)। আর সার্চ অপশনে ক্লিক করুন।
৩. আপনার কাছে এবার অনেক স্টিকার ডাউনলোডের (Download) অপশন আসবে। নিজের পছন্দ মতো যেকোনও স্টিকার বেছে নিন।
৪. স্টিকার প্যাকের যেকোনও একটার উপর ক্লিক করলে সেটি খুলে যাবে।
৫. এবার 'অ্যাড' (Add) কিংবা 'অ্যাড টু হোয়াটস অ্যাপ' (Add To WhatsApp) অপশনে ক্লিক করুন। কিংবা প্লাস চিহ্নে ক্লিক করুন।
৬. অন্য একটি পাতা খুলে গেলেই ফের একবার অ্যাড অপশনে ক্লিক করুন।
৭. 'অ্যাড' বোতামে চাপ দিলেই আপনার হোয়াটস অ্যাপের (WhatsApp) পেজ খুলে যাবে। চ্যাট উইন্ডো (Chat Window) থেকে যেকোনও কাউকে এবার স্টিকার পাঠাতে পারবেন।
৮. আপনার মোবাইলে স্টিকার অপশনে দেখতে পাবেন প্রজাতন্ত্র দিবসের (Republic Day 2022) নানা স্টিকার চলে এসেছে।
৯. স্টিকারের উপর ক্লিক করলেই নিজের পছন্দ মতো সেখান থেকে স্টিকার পাঠাতে পাবেন প্রিয়জনদের।
যাঁরা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেন, তাঁরা এই পদ্ধতিতে প্রজাতন্ত্র দিবসের স্টিকার ডাউনলোড করে পাঠাতে পারবেন। আইওএস ব্যবহারকারীরা এই পদ্ধতিতে স্টিকার ডাউনলোড করতে পারবেন না। যাঁরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, তাঁদের কাছ থেকে সাহায্য নিতে পারেন আইওএস ব্যবহারকারীরা।
আরও পড়ুন - Astrology: ফেব্রুয়ারি মাসে এই চার রাশির অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)