Health Research: থ্রিডি প্রিন্টার দিয়ে মানুষের কান ! চিকিৎসাবিজ্ঞানের বড় সাফল্য
Human Ear Production By 3D printer: থ্রিডি প্রিন্টার দিয়ে তৈরি হল মানুষের কান। এর ফলে বড় বদল আসতে পারে চিকিৎসাবিজ্ঞানে।
কলকাতা: থ্রিডি প্রিন্টার মেশিন দিয়েই তৈরি হল কান। বিজ্ঞানীদের ইঞ্জিনিয়ারিংয়ের কায়দায় দিব্যি মানুষের একটি কান তৈরি করল থ্রিডি প্রিন্টার। নির্মিত কানটি একেবারে আসল কানের মতোই। শুধু ছুঁয়ে নয়, কাজকর্মের নিরিখেও এটি একেবারে আসল কানের মতোই কাজ করে। যা চিকিৎসাবিজ্ঞানে বড় বদল এনে দিতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
অবিকল মানুষের কানের মতন
জন্মের সময় থেকে অনেকেই কানের সমস্যা নিয়ে জন্মান। মানুষের দুটো কানের মধ্যে বহিঃকর্ণের গড়নে অনেকের সমস্যা থাকে। আর সেই সমস্যা মেটাতেই এবার নতুন প্রযুক্তির গড়ে তুললেন উয়েল কর্নেল মেডিসিন অ্যান্ড কর্নেল ইঞ্জিনিয়ারিং-এর বিজ্ঞানীরা। অ্যাক্টা বায়োমেটারিয়ালিয়া জার্নালে এই গবেষণা প্রকাশিত হয়েছে। ১৬ মার্চ প্রকাশিত ওই গবেষণাপত্র অনুযায়ী, কানটির অভ্য়ন্তরীণ গড়ন একেবারে অবিকল মানুষের কানের মতন। পাশাপাশি কৃত্রিম কানটির জৈবরাসায়নিক সমস্ত প্রক্রিয়াই মানুষের কানের মতো কাজ করে।
কান তৈরির নয়া পথ
উয়েল কর্নেল মেডিসিনের অস্ত্রোপচারের অধ্যাপক চিকিৎসক জেসন স্পেক্টর সংবাদমাধ্যমকে বলেন, ইয়ার রিকনস্ট্রাকশন অর্থাৎ কানের পুনর্নিমাণের জন্য বেশ কয়েকটি সার্জারির প্রয়োজন পড়ে। এছাড়াও, খুব নিঁখুত হাতের কাজ হওয়া চাই। তা না হলে ভুল থেকে যায়। আগাগোড়া একটা কান নির্মাণ অনেকটাই নিঁখুত হাতের কাজ হওয়া জরুরি। তাঁর কথায়, কান তৈরির নয়া পথ উন্মোচন করে দিল এই গবেষণা। এর ফলে কানের অস্ত্রোপচার অনেকটাই সহজ হয়ে যাবে। পাশাপাশি যাদের কানের সমস্যা রয়েছে, তারা সুস্থ স্বাভাবিক কান ফিরে পাবে।
কীভাবে প্রাকৃতিক হয়ে উঠল কান ?
কান প্রাকৃতিক করে তোলার জন্য বেশ কয়েকটি পদ্ধতি অবলম্বন করেন বিজ্ঞানীরা। গবেষকদের কথায়, চন্ড্রোসাইট ব্যবহার করা হয়েছে এই পদ্ধতিতে। এটি একটি বিশেষ ধরনের কার্টিলেজ। যার সাহায্যে কান কৃত্রিম দেখতে হলেও তাকে আরও স্বাভাবিক চেহারা দেওয়া যায়। এই কাজে প্রাণীদের শরীর থেকে নিঃসৃত চন্ড্রোসাইট ব্যবহার করা হয়েছিল। এটি ব্যবহার করার একটি বিশেষ কারণ রয়েছে বলে জানান চিকিৎসকরা। তাদের কথায়, শরীরে নতুন কোনও অঙ্গ লাগানো হলে রোগ প্রতিরোধ ক্ষমতা তা প্রত্যাখ্যান করে দেয়। কিন্তু প্রাণীদের শরীর থেকে বার করা কার্টিলেজের ক্ষেত্রে তেমন কোনও আশঙ্কা থাকে না। ফলে কৃত্রিম কান হলেও স্বাভাবিকের মতোই কাজ করবে সেটি।
আরও পড়ুন - Balance Issues: কাজের মাঝে হঠাৎই টাল হারিয়ে যায় ? কেন হয় ?
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )