এক্সপ্লোর
Skin Care Tips: রোজ মেকআপ করতে হয়? অজান্তে করা কোন কোন ভুলে নষ্ট হবে ত্বক?
Makeup Tips: মেকআপ তোলার পর ফের একবার ভাল করে মুখ ধুয়ে পরিষ্কার করতে ভুলবেন না যেন। তারপর অবশ্যই ক্রিম, ময়শ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন।

ছবি সূত্র- পিক্সেলস
Source : Pexels
Skin Care Tips: সারাবছর ত্বকের যত্ন নেওয়া যেমন জরুরি, তেমনই জেনে নেওয়া প্রয়োজন ত্বকের পরিচর্যার ক্ষেত্রে কোন কোন ভুল কোনওমতেই করা যাবে না। ত্বকের সঠিক ভাবে যত্ন না নিলে একাধিক সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে ব্রন, র্যাশ, চুলকানি, লাল হয়ে যাওয়া - এইসব সমস্যা সবার আগে দেখা যায়। এর পাশাপাশি ত্বক মারাত্মক রুক্ষ এবং শুষ্ক হয়ে যেতে পারে। এমনকি অসময়ে অর্থাৎ কম বয়সে ত্বকে বলিরেখা বা রিঙ্কেলসের প্রভাবও দেখা দিতে পারে। তাই ত্বকের পরিচর্যা শুরু করার আগে খেয়াল রাখুন কয়েকটি বিষয়ে।
- যাঁরা মেকআপ করেন নিয়মিত, তাঁরা হাল্কা ধরনের এবং ভাল গুণমানের মেকআপ ব্যবহার করার চেষ্টা করুন। যতটা কম সম্ভব মেকআপ করতে পারলেই ভাল। অনেককেই পেশার স্বার্থে চড়া মেকআপ করতে হয়। তাঁরা অতি অবশ্যই কাজ হয়ে গেলে সবার আগে মেকআপ তুলে নিন। আলস্য লাগলেও মেকআপ ত্বকে বেশিক্ষণ বসে থাকতে দেবেন না, কাজ ছাড়া। আর মেকআপ নিয়ে রাতে ঘুমিয়ে পড়ার মতো ভুল একেবারেই করা চলবে না। মেকআপ তোলার জন্য ঘরোয়া পদ্ধতি ব্যবহার করতে পারলে ভাল। নারকেল তেল সবচেয়ে সহজে মেকআপ তুলতে সাহায্য করে। আর মেকআপ তোলার পর ফের একবার ভাল করে মুখ ধুয়ে পরিষ্কার করতে ভুলবেন না যেন। তারপর অবশ্যই ক্রিম, ময়শ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন।
- যাঁরা নিয়মিত মেকআপ করতে বাধ্য হন, তাঁরা নিজের মেকআপ অ্যাকসেসরিজ অন্যের সঙ্গে ব্যবহার করবেন না। এর অর্থ হল মেকআপ প্রোডাক্ট এবং অন্যান্য সরঞ্জাম যেমন- ব্রাশ, তুলি, পাফ - এইসব জিনিস একেবারেই অন্য কারও সঙ্গে শেয়ার করে ব্যবহার করবেন না। কারণ এই অভ্যাস ত্বকে সহজে সংক্রমণ হওয়ার জন্য দায়ী। আর যদি সেনসিটিভ ত্বক হয় আপনার, তাহলে কী ধরনের মেকআপ করবেন, সেই ব্যাপারে আগে থেকে ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে নেওয়া ভাল। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুসারে নিয়ম মেনে চললে ত্বকের ক্ষতি কম হবে।
- মেকআপ করার ক্ষেত্রে শুধু মেকআপের সরঞ্জামই ভাল গুণমানের হলে চলবে না, মেকআপ করার আগে সানস্ক্রিন, ক্রিম, ময়শ্চারাইজার, যাই ব্যবহার করুন না কেন, সেটাও আপনাকে বেছে নিতে হবে নিজের ত্বকের ধরন অনুসারে এবং ভাল গুণমানের। ছাড়ের নেশায় সস্তার প্রোডাক্ট ব্যবহার করলে আজ নয় কাল ত্বক তার জবাব দেবে। তাই শুরু থেকেই সতর্ক থাকা ভাল। ত্বক থেকে কখনই খুব জোরে ঘষে মেকআপ তুলতে যাবেন না। এর ফলে ত্বকের গঠন, ইলাস্টিসিটি নষ্ট হয়। ফলে ত্বক আর টানটান থাকবে না, কুঁচকে যেতে পারে। হাত দিয়ে মেকআপ না তুলে ওয়াইপ ব্যবহার করতে হবে।
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
Advertisement
