Glowing Skin: বিউটি পার্লারে যেতে হবে না, পুজোর আগে ত্বকের জেল্লা ফিরবে ঘরোয়া উপায়েই
Skin Care Routine: পুজোর আগে বাড়িতেই করুন ত্বকের পরিচর্যা। ঘরোয়া পদ্ধতিতে সহজে পাওয়া যায় এমন জিনিস দিয়ে বাড়িতেই তৈরি করে নিন ফেসপ্যাক এবং স্ক্রাব। কী কী ব্যবহার করবেন?
![Glowing Skin: বিউটি পার্লারে যেতে হবে না, পুজোর আগে ত্বকের জেল্লা ফিরবে ঘরোয়া উপায়েই skin care tips homemade face packs and face scrubs for glowing skin care routine Glowing Skin: বিউটি পার্লারে যেতে হবে না, পুজোর আগে ত্বকের জেল্লা ফিরবে ঘরোয়া উপায়েই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/29/f81bcd1a3f7b39d8b00b54feb4639f581724949400755485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Glowing Skin: পুজোর আর বেশিদিন বাকি নেই। হাতে সময় কম। এদিকে ত্বকের সঠিকভাবে পরিচর্যাও প্রয়োজন। ভরসা রাখুন ঘরোয়া টোটকায়। বাড়িতে আপনার রান্নাঘরে থাকা কয়েকটি সহজলভ্য উপকরণ দিয়েই আপনি সহজে তৈরি করে নিতে পারবেন ফেসপ্যাক। এর পাশাপাশি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় ফেস স্ক্রাব। কী কী উপকরণ আপনার ত্বকের পরিচর্যায় এখন ব্যবহার করলে একমাসের মধ্যে ফল পাবেন, চলুন জেনে নেওয়া যাক।
বেসন এবং টকদই
এই দুই উপকরণ প্রায় সকলের বাড়িতেই থাকে। দু'চামচ বেসনের সঙ্গে মিশিয়ে নিন এক চামচ টক দই। এর সঙ্গে দিতে পারেন সামান্য ময়দা। সব উপকরণ পরিমাপের জন্য চা-চামচ ব্যবহার করুন। বেসন, টকদই এবং ময়দা ভালভাবে একটা কাচের পাত্র মিশিয়ে নিয়ে তৈরি করুন ফেসপ্যাক। স্নানের আগে এই ফেসপ্যাক ভালভাবে মুখে, গলায়, ঘাড়ে লাগিয়ে নিন। ১০ থেকে ১৫ মিনিট রেখে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে মুখ পরিষ্কার করে নিন। তারপর স্নান সেরে নরম সুতির গামছা কিংবা তোয়ালে দিয়ে আলতো হাতে মুখ মুছে নিন। নিয়মিত এই ফেসপ্যাক ব্যবহার করলে আপনার ত্বকের জেল্লা ফিরবে। দূর হবে যাবতীয় কালচে দাগছোপ।
দুধের সর এবং মধু
দুধ ত্বকের পরিচর্যার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপকরণ। দুধ ভীষণ ভাল ক্লেনজারের কাজ করে অর্থাৎ ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে। বাড়িতে দুধের সর, মধু আর সামান্য চিনির গুঁড়ো মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। এই মিশ্রণ দিয়ে দারুণ ভাবে স্ক্রাব করা যাবে। স্ক্রাবিং করলে মূলত আমাদের ত্বকের মরা কোষগুলি ঝরে যায় এবং ত্বকের মধ্যে জমে থাকা ময়লা বেরিয়ে যায়। তার ফলে ত্বক মোলায়েম এবং উজ্জ্বল। দুধের সর, মধু আর চিনির গুঁড়ো মেশানো ঘরোয়া ফেস স্ক্রাব সপ্তাহে দু থেকে তিনদিন ব্যবহার করুন স্নানের আগে। ভালভাবে মিশ্রণ মুখে, গলায় এবং ঘাড়ে লাগিয়ে নিন ও মিনিট ১৫ রেখে তারপর পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে।
পাকা কলা এবং মধু
যাঁদের ত্বক খুবই রুক্ষ এবং শুষ্ক প্রকৃতির তাঁরা পাকা কলা চটকে নিয়ে তার মধ্যে মধু মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক এবং তা ব্যবহার করুন। এই উপকরণ আমাদের ত্বকে আর্দ্র ভাব বজায় রাখতে সাহায্য করে। এর পাশাপাশি ত্বকের জেল্লা ফেরাতে চন্দন গুঁড়ো এবং গোলাপজল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে তা ব্যবহার করুন ত্বকে। আপনার ত্বকের কালচে দাগছোপ দূর হবে এবং উজ্জ্বল ভাব ফিরে আসবে।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আরও পড়ুন- সকাল সকাল খালি পেটে নুন-জল? এই পানীয়ের উপকার কিন্তু অনেক
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)