Lemon Juice: কোন উপকরণের সরাসরি ব্যবহারে ত্বক পুড়ে যেতে পারে?
Skin Care Tips: লেবুর রস কখনই সরাসরি ত্বকে ব্যবহার করা যাবে না। কারণ এর মধ্যে রয়েছে স্যালিসাইলিক অ্যাসিড যা ত্বক পুড়িয়ে দেয়, কালচে দাগ তৈরি করে।
Lemon Juice: ত্বকের পরিচর্যায় (Skin Care) আমরা অনেক উপকরণই ব্যবহার করে থাকি। বেশিরভাগ জিনিসই সরাসরি ত্বকে লাগানো হয়। তবে কয়েকটি উপকরণ রয়েছে যা ত্বকের পরিচর্যার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সরাসরি ত্বকে লাগানো একেবারেই উচিত নয়। তাহলে একাধিক সমস্যা দেখা দিতে পারে ত্বকে। এমনই একটি উপকরণ হল পাতিলেবুর রস (Lemon Juice)। এই জিনসটি ত্বকের জন্য খুবই উপকারি। কিন্তু সরাসরি ত্বকে লাগানো উচিত নয়।
চলুন দেখে নেওয়া যাক পাতিলেবুর রস ত্বকের কোন কোন উপকার করে এবং সরাসরি ত্বকে ব্যবহার করলে কী কী ক্ষতি হতে পারে
- লেবুর রস কখনই সরাসরি ত্বকে ব্যবহার করা যাবে না। কারণ এর মধ্যে রয়েছে স্যালিসাইলিক অ্যাসিড যা ত্বক পুড়িয়ে দেয়, কালচে দাগ তৈরি করে। তাই ত্বকের পরিচর্যায় পাতিলেবুর রস ব্যবহার করুন, কিন্তু সরাসরি ত্বকে লাগাবেন না। কোনও কিছুর সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন।
- লেবুর রস সরাসরি ত্বকে ব্যবহার করলে অ্যালার্জি, র্যাশ হতে পারে। ত্বক লালচে হয়ে যেতে পারে। অস্বস্তি বোধ করতে পারেন আপনি।
- মূলত লেবুর রসে অ্যাসিড থাকার কারণেই এইসব সমস্যা লক্ষ্য করা যায়। ত্বক রুক্ষও করে দিতে পারে। দেখা দিতে পারে আরও অনেক অসুবিধা। তাই লেবুর রস সবসময় কোনও কিছুর সঙ্গে মিশিয়ে তারপর ত্বকে ব্যবহার করা প্রয়োজন।
- মধু, অ্যালোভেরা জেল, টকদই, চিনি- এইসব উপকরণের সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে বাড়িতেই আপনি তৈরি করতে পারবেন ফেসপ্যাক এবং ফেস স্ক্রাব। চিনির সঙ্গে পাতিলেবুর রস মেশানো স্ক্রাব ঠোঁটের কালচে ভাব দূর করতেও সাহায্য করে।
- ত্বকের পরিচর্যার ক্ষেত্রে আর একটি গুরুত্বপূর্ণ উপকরণ গোলাপজল। এর সঙ্গে লেবুর রস মিশিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন আপনি। ফেস টোনার হিসেবে এই মিশ্রণ ব্যবহার করা যেতে পারে।
- লেবুর রসের মধ্যে থাকা ভিটামিন সি আমাদের ত্বকের জেল্লা ফেরায়। দূর করে কালচে দাগছোপ। কমায় ব্রনর সমস্যা। ঘরোয়া পদ্ধতিতে ফেসপ্যাক, ফেস-স্ক্রাব তৈরি করলে পাতিলেবুর রস মেশালে তাই অনেক উপকার পাবেন।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আরও পড়ুন- চুল এবং ত্বকের যত্নে ক্যাস্টর অয়েল ব্যবহার তো করছেন নিয়মিত, সঠিক উপায় জানেন?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
- লেবুর রসের সাহায্যে ত্বকের তেলতেলে ভাবও কমানো সম্ভব। তাই অয়েলি স্কিন হলে পাতিলেবুর রস মেশানো ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করা যেতে পারে। ত্বকের মরা কোষ ঝরাতে স্ক্রাবিংও করা যায় এই লেবুর রস দিয়েই। বাড়িতে স্ক্রাব তৈরি করলে লেবুর রস মিশিয়ে নিতে পারেন।