এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
Triyuginarayan Temple: শিব-পার্বতীর বিবাহস্থল, উত্তরাখণ্ডের এই মন্দির পর্যটকদের নতুন হট ফেভারিট
শিব-পার্বতীর বিয়ের জেরে নবদম্পতিদের পথচলা শুরুর জন্যও নতুন পছন্দের জায়গা হিসেবে সামনে উঠে আসছে ত্রিয়ুজি নারায়ণ বা ত্রিযুজি নারায়ণ মন্দির।
রুদ্রপ্রয়াগ: ভ্যাকসিনের ভরসা মিলতেই ফের বেরিয়ে পড়েছে বাঙালি। যাঁরা পরবর্তী গন্তব্য কোথায় হতে পারে তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন তাঁরা লিস্টে রাখতেই পারেন ত্রিয়ুজি নারায়ণ বা ত্রিযুজি নারায়ণ মন্দিরকে। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত এই মন্দির বাকি আর পাঁচটা মন্দিরের থেকে একেবারে আলাদা। কারণটা বিশেষত্বে। এই মন্দিরেই পার্বতীকে বিয়ে করেছিলেন শিব। কেউ কেউ আবার শুধু ধর্মীয় স্থানের টানে ছুটে যেতে নারাজ। তাদের জানিয়ে রাখা ভালো, বরফে ঢাকা পর্বতের শ্রেণির অপেক্ষা করে রয়েছে ত্রিয়ুজি নারায়ণ বা ত্রিযুজি নারায়ণ মন্দিরের সঙ্গেই।
নৈসর্গিক সৌন্দর্যে ঢাকা উত্তরাখণ্ড শুধু পাহাড়প্রেমীদেরই নয়, সবার কাছেই হট ডেস্টনেশন। সঙ্গে পাহাড়ে ঢাকা রাজ্যের অন্যতম ইউএসপি একাধিক ধর্মীয় স্থান। শুধু দেশেই নয়, গোটা বিশ্বে প্রখ্যাত চারধাম। তবে এই মুহূর্তে তাদের রীতিমতো টেক্কা দিচ্ছে ত্রিয়ুজি নারায়ণ বা ত্রিযুজি নারায়ণ মন্দির। গারওয়ালের অনন্য সুন্দর প্রাকৃতিক শোভার মাঝে সমুদ্রপৃষ্ঠ থেকে ১৯৮০ মিটার উঁচুতে অবস্থিত মন্দিরটি। শিব-পার্বতীর বিয়ের সুবাদে শৈব ও বৈষ্ণব দুই মতাদর্শীদের যাতায়াত সেখানে।
শুধু ঘুরতে যাওয়ার জন্যই নয়, শিব-পার্বতীর বিয়ের জেরে নবদম্পতিদের পথচলা শুরুর জন্যও নতুন পছন্দের জায়গা হিসেবে সামনে উঠে আসছে ত্রিয়ুজি নারায়ণ বা ত্রিযুজি নারায়ণ মন্দির। উত্তরাখণ্ডের পর্যটনমন্ত্রী সত্যপাল মহারাজ বলেছেন, ‘ঐতিহাসিক গুরুত্ব ও পবিত্রতার জেরে মন্দিরটি ক্রমশ উত্তরাখণ্ডের হওয়া বিয়েগুলোর অন্যতম ডেস্টিনেশন হয়ে উঠছে।’
ত্রিয়ুজি নারায়ণ বা ত্রিযুজি নারায়ণ মন্দিরে ঢোকার মুখেই রয়েছে এক অনন্ত প্রজ্বলিত দীপ। স্থানীয়দের বিশ্বাস, শিব-পার্বতী বিয়ে করেছিলেন এই আগুনকে সাক্ষী রেখেই। মন্দিরে রয়েছে বিষ্ণুর রুপোর মূর্তি। সঙ্গে রয়েছে লক্ষ্মী, সীতা, রাম ও কুবেরের মূর্তি। মন্দিরে ঢোকার মুখেই রয়েছে বহ্মশিলা। ঠিক এই স্থানেই শিব-পার্বতীর বিয়ে হয়েছিল বলে কথিত। মন্দির প্রাঙ্গণে রয়েছে চারটি পুকুর।
সোনপ্রয়াগ থেকে সড়কপথে ১২ কিলোমিটার দূরে অবস্থিত ত্রিয়ুজি নারায়ণ বা ত্রিযুজি নারায়ণ মন্দির। ট্রেক করতে চাইলে গুট্টুর-কেদারনাথের পথে ৫ কিলোমিটার ট্রেক করলেই পৌঁছে যাওয়া যাবে জায়গাটিতে। কেদারনাথ থেকে ত্রিয়ুজি নারায়ণ বা ত্রিযুজি নারায়ণ মন্দিরের দূরত্ব ২৫ কিলোমিটার মতো।
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement