Skin Types: শুষ্ক ত্বক এবং আর্দ্রতা হারানো ত্বকের মধ্যে পার্থক্য কোথায়?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ত্বকের ধরনের পার্থক্যটা বুঝে নেওয়া খুবই জরুরি। নাহলে ত্বকের নানা সমস্যায় পড়তে হতে পারে।
কলকাতা: শুষ্ক ত্বক, তৈলাক্ত ত্বক এবং সংবেদনশীল ত্বক। বিশেষজ্ঞদের মতে আমাদের ত্বকের (Skin) এই তিন ধরন দেখা যায়। কিন্তু ত্বকে যখন জলীয়ভাব কমে যায়, তখন তা ডিহাইড্রেটেড হয়ে যায়। এবার বহু মানুষই শুষ্ক ত্বক এবং ডিহাইড্রেটেড ত্বকের পার্থক্যটা বুঝতে পারেন না। ফলে, তাঁরা শুষ্ক ত্বকের মতো করেই তাতে প্রসাধনী (Skin Care) ব্যবহার করতে থাকেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ত্বকের ধরনের পার্থক্যটা বুঝে নেওয়া খুবই জরুরি। নাহলে ত্বকের নানা সমস্যায় পড়তে হতে পারে।
আরও পড়ুন - Lifestyle and Covid-19: করোনার সংক্রমণের ফলে অন্য কোন অসুখ দেখা দিচ্ছে আক্রান্ত রোগীদের শরীরে?
শীতকাল আসছে। আর কিছুদিন পর থেকেই ত্বকে টানভাব দেখা দিতে শুরু করবে। যাঁরা ত্বকের বিশেষ যত্ন নেন না, তাঁরা তাঁদের ত্বকের ধরনের দিকে খুব একটা নজরও দেন না। ফলে তাঁদের মধ্যে আরও বেশি করে ত্বকের সমস্যা দেখা দেয়। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ত্বকের নানা পরিবর্তন দেখা যায়। সেই সময় ধরন অনুযায়ী ত্বকের যত্ন নেওয়া দরকার বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন - Hair Conditioner Effect: কন্ডিশনার ব্যবহারের ফলে কি চুল পড়ার সমস্যা দেখা দেয়?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ত্বকে তৈলাক্তভাব কমে গেলেই তা রুক্ষ, শুষ্ক, প্রাণহীন হয়ে পড়ে। ত্বকের রিঙ্কল দেখা দেয়। এই সময়ে যখনই আপনি ত্বকে ময়শ্চারাইজার ব্যবহার করবেন, তখনই তা মুহূর্তে শুষে নেবে। যেকোনও আবহাওয়াতেই এমনটা দেখা যায়। তাঁদের মতে, ডিহাইড্রেটেড স্কিন বা আদ্রতা হারানো ত্বক বিশেষ করে শীতকালে দেখা যায়। যদি কেউ ত্বকে ময়শ্চারাইজার এই সময়ে ব্যবহার বা করেন, তাহলে তাঁর ত্বক ফেটে যেতে পারে। ত্বক ফেটে গেলে তাকেই আর্দ্রতা হারানো ত্বক বা ডিহাইড্রেটেড স্কিন বলছেন বিশেষজ্ঞরা। এছাড়াও আরও বেশ কিছু লক্ষণ থাকে ডিহাইড্রেটেড ত্বকের।
কীভাবে বুঝবেন আপনার ত্বক শুষ্ক হয়ে গিয়েছে নাকি আদ্রতা হারিয়েছে?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রথমে আপনি আপনার ত্বকে চিমটি কাটুন। এবার লক্ষ্য করুন কতক্ষণে আপনার ত্বক আগের জায়গায় ফিরে আসে। যদি স্বাধাবিক সময়ে মানে খুব তাড়াতাড়ি ত্বক আবার আগের মতো হয়ে যায়, তাহলে বুঝতে হবে আপনার ত্বক শুষ্ক হয়েছে। আর যদি চামড়া আগের জায়গায় ফিরে আসতে অনেকটা সময় নেয়, তাহলে বুঝতে হবে আপনার ত্বক আর্দ্রতা হারিয়েছে। এক্ষেত্রে ত্বকের ধরন অনুযায়ী ডাক্তারের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )