Winter Health Care Tips: সারা শীতে সুস্থ থাকতে মরশুমের শুরু থেকেই কী কী খাবেন? সেই সঙ্গে মেনে চলবেন কী কী নিয়ম?
Healthy Lifestyle: বিভিন্ন ধরনের বাদাম খেলে শীতের দিনে আপনার শরীর গরম থাকবে। সহজে সংক্রমণ হবে না। অসুস্থ হবেন না আপনি। আমন্ড, আখরোট, চিনাবাদাম, পেস্তা, কাজু- খেতে পারেন সবকিছু।
Winter Health Care Tips: জাঁকিয়ে শীত এখনও পড়েনি। তবে বাতাসে রয়েছে শিরশিরানি। ভোরের দিকে আর রাতে বেশ ভালই হিমেল ভাব অনুভূত হচ্ছে আবহাওয়ায়। আর এই পরিস্থিতিতেই সবচেয়ে বেশি অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। ঘরে ঘরে দেখা যায় জ্বর, সর্দি-কাশি। এইসব অসুখ থেকে দূরে থাকতে কী কী খাবেন, দেখে নিন।
- শীতের দিনে শরীর গরম থাকলে চট করে সর্দি-কাশি হবে না। তাই শীতের দিনে শরীর গরম রাখতে খেতে হবে ঘি। ঘি- এর মধ্যে রয়েছে ভিটামিন এ, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। ঘি খেলে বদহজমের সমস্যা কমে। ত্বকের রুক্ষ-শুষ্ক ভাবও কমায় ঘি। রয়েছে আরও অনেক গুণ।
- শীতের মরশুমে দৈহিক তাপমাত্রা সঠিক মাত্রায় বজায় রাখতে সাহায্য করে ডিম। তাই জলখাবারে ডিম খেতে পারেন শীতের দিনে। শুধু ডিম নয়, মুরগির মাংস খেলেও শরীর গরম থাকে শীতের মরশুমে। মাংসের মধ্যে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন যা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভাল।
- বিভিন্ন ধরনের বাদাম খেলে শীতের দিনে আপনার শরীর গরম থাকবে। সহজে সংক্রমণ হবে না। অসুস্থ হবেন না আপনি। আমন্ড, আখরোট, চিনাবাদাম, পেস্তা, কাজু- খেতে পারেন সবকিছু। এছাড়াও খেতে পারেন বিভিন্ন ধরনের বীজ যা আপনাকে শীতে সুস্থ রাখবে।
- মাটির তলায় বেশ কিছু সবজির চাষ হয় যেগুলি শীতের মরশুমে আমাদের সুস্থ থাকতে সাহায্য করে। তার মধ্যে একটি হল গাজর। এছাড়াও তালিকায় রাখতে পারেন পালংশাক, মিষ্টি আলু। এই সমস্ত খাবারেই রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট।
- মধ্যবিত্ত বাড়ির রান্নাঘরে থাকা বিভিন্ন ধরনের মশলা শীতের মরশুমে আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। এইসব মশলার তালিকায় রাখতে পারেন আদা, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি এবং আরও অনেক মশলা।
শীতের মরশুম শুরু হওয়ার আগে যাতে আপনি অসুস্থ হয়ে না পড়েন সেই জন্য মেনে চলুন কয়েকটি সাধারণ নিয়ম
- সকালে ঘুম থেকে উঠেই খালি পা মাটিতে দেবেন না। চটি পরে নেওয়া ভাল।
- সকালের ঘুম থেকে প্রথমে মুখ ধোয়ার সময় গরম জল ব্যবহার করতে পারলে ভাল।
- সাতসকালে ঠান্ডা জল না খেয়ে প্রথমে হাল্কা গরম জল খেতে পারেন। উপকার পাবেন।
- সকালে বেশ ঠান্ডা হাওয়া থাকে। তাই সঙ্গে রাখুন গরম পোশাক।
আরও পড়ুন- শীতে কাঁচা হলুদ তো অনেকেই খান, সঙ্গে এই উপকরণ মিশিয়ে খেলে পাবেন অনেক উপকার
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )