World Health Day 2024: দ্বিতীয় মহাযুদ্ধের পর কেন WHO নির্মাণ ? বিশ্ব স্বাস্থ্য দিবসে ফিরে দেখা ইতিহাস
World Health Day 2024 History And Significance: বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠা দিবসে পালন করা হয় বিশ্ব স্বাস্থ্য দিবস। কোন তাগিদে দ্বিতীয় মহাযুদ্ধের পর এই সংস্থাটি তৈরি করা হয় ?
কলকাতা: প্রতি বছর ৭ এপ্রিল সারা বিশ্বে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। এই বিশেষ দিনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত হয়। ১৯৪৮ সালে এই দিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল। রাষ্ট্রসংঘের স্বাস্থ্য বিষয়ক বিভাগ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটি সারা বিশ্বে বিভিন্ন প্রান্তে ঘটে চলা স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা ও জরুরি অবস্থার কথা তুলে ধরে। সেই সমস্যাগুলির সম্ভাব্য সমাধান খুঁজে বার করে। সাধারণ ভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানুষের মধ্যে নানা রোগ নিয়ে সচেতনতা প্রচার করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইতিহাস
১৯৪৫ সালের ২৪ অক্টোবর বিশ্বজুড়ে শান্তি, সুরক্ষা নিশ্চিত করতে একটা আন্তর্জাতিক সংগঠনের কথা ভাবা হয়েছিল। মনে করা হয়, এটি ভাববার অন্যতম কারণ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সেই মতো তৈরি হয় রাষ্ট্রসংঘ। এর পরেই বিশ্বের বিভিন্ন দেশগুলির শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে স্বাস্থ্যের দিকটি গুরুত্বপূর্ণ বলে মনে করেন রাষ্ট্রসঙ্ঘের প্রতিষ্ঠাতারা সেই সূত্রে একটি আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার কথা ভাবা হয়েছিল ১৯৪৮ সালের ৭ এপ্রিল সেই ভাবনা বাস্তবায়িত হয় প্রতিষ্ঠিত হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই সঙ্গে সেই সময় ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি গঠন করা হয়েছিল। এই বিশেষ অ্যাসেম্বলির উদ্দেশ্য ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা কাজকর্ম পরিদর্শন করা।
কীভাবে তৈরি হল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তৈরির পিছনে বেশ কয়েকটি সংস্থা ছিল। তিনটি সংস্থা একত্র করে তৈরি করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। লিগ অব নেশনের হেলথ অরগানাইজেশন, দ্য অফিস ইন্টারন্যাশনাল ডিহাইজিন পাবলিক ও ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অব ডিজিজের যৌথ চেষ্টায় শুরু হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ১৯৪৮ সালে সংস্থাটি তৈরি হলেও এদের কাজ শুরু হয় ১৯৫১ সালে। কারণ প্রথম দিকে অভাব ছিল যথেষ্ট পরিমাণ সম্পদের। ১৯৪৮ সালের ১২ জানুয়ারি ভারতকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সংযুক্ত করা হয়েছিল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রথম ডাইরেক্টর
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রথম ডাইরেক্টর জেনারেল ছিল জর্জ ব্রুক চিশলহম। প্রথম বিশ্বযুদ্ধে স্বতঃস্ফুর্তভাবে যোগদান করেন তিনি। সেখান থেকে ফিরে টরোন্টো বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য নিয়ে পড়াশোনা করেন জর্জ। এর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কানাডার মিলিটারিতে চিকিৎসক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। সেখান থেকে বিশ্ব স্বাস্থ্য় সংস্থার পদে আসীন হন জর্জ।
তথ্যসূত্র - বিশ্ব স্বাস্থ্য সংস্থা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন - Skin Care: পুরুষদের কেন ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন ?
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )