World Paper Bag Day 2022 : আজ ওয়ার্ল্ড পেপার ব্যাগ ডে, কেন পালিত হয় দিনটি ?
History of World Paper Bag Day : ১২ জুলাই ওয়ার্ল্ড পেপার ব্যাগ ডে । তবে, বিভিন্ন দেশে দিনটি বিভিন্ন দিনে পালিত হয়
নয়া দিল্লি : ফি বছর জুলাই মাসে ওয়ার্ল্ড পেপার ব্যাগ ডে (World Paper Bag Day) পালিত হয়। সকলকে কাগজের ব্যাগ ব্যবহারের গুরুত্ব বোঝাতেই এই উদ্যোগ। এর পাশাপাশি প্লাস্টিক (Plastic) ব্যাগের ব্যবহার এড়ানোর বার্তাও দেওয়া হয়। প্লাস্টিক ব্যাগের ব্যবহার পরিবেশের পক্ষে চূড়ান্ত ক্ষতিকারক। মানব শরীরের পক্ষেও ক্ষতিকারক। এই পরিস্থিতিতে সকলকে সিঙ্গল-ইউজ প্লাস্টিক ব্যাগের বিপদ বোঝানোর প্রয়োজন রয়েছে।
ওয়ার্ল্ড পেপার ব্যাগ ডে ২০২২ :
১২ জুলাই ওয়ার্ল্ড পেপার ব্যাগ ডে হিসেবে পালিত হয়। তবে, বিভিন্ন দেশে দিনটি বিভিন্ন দিনে পালিত হয়। এটা বলার প্রয়োজনই পড়ে না যে, পরিবেশকে রক্ষা করার লক্ষ্যে ওয়ার্ল্ড পেপার ব্যাগ ডে পালিত হয়।
ওয়ার্ল্ড পেপার ব্যাগ ডে ২০২২-এর ইতিহাস ও তাৎপর্য :
প্রথম পেপার ব্যাগ মেশিন আবিষ্কার হয়েছিল ১৮৫২ সালে। আমেরিকার ফ্রান্সিস ওল এর আবিষ্কার করেন। এরপর ১৮৭১ সালে মার্গারেট ই নাইট পেপার ব্যাগ মেশিন তৈরি করেন। এই মেশিন এতটাই জনপ্রিয় হয় যে নাইট 'Mother of Grocery Bags' হিসেবে পরিচিত হয়ে ওঠেন।
এরপর ১৮৮৩ সালে চার্লস স্টিলউইলও একটি পেপার ব্যাগ মেশিন তৈরি করেন। যা বর্গাকার কাগজ ব্যাগ তৈরি করতে পারে। এই ধরনের ব্যাগ ভাঁজ করা সহজ। তাই মানুষ এটি পছন্দ করতে শুরু করেন।
১৯১২ সালে ওয়াল্টার ডাবনার হ্যান্ডেল লাগানো পেপার ব্যাগ নিয়ে আসেন। যা সহজেই বহন-যোগ্য। তারপর থেকে কাগজ ব্যাগের একাধিক সংস্করণ এসেছে।
প্লাস্টিকের ব্যাগ পুনর্ব্যবহারযোগ্য এবং নন-বায়ো-ডিগ্রেডেবল উপাদান যেমন উচ্চ-ঘনত্বের পলিথিন (HDPE), লো-ডেনসিটি পলিথিন (LDPE), বা লিনিয়ার লো-ডেনসিটি পলিথিন (LLDPE) দিয়ে তৈরি। এই ধরনের ব্যাগ নষ্ট হতে হাজার হাজার বছর লেগে যায়। যা পরিশকে দূষিত করে তোলে। তাই আমাদের উচিত, পরিবেশ-বান্ধব পেপার ব্যাগ ব্যবহার করার। যে লক্ষ্য নিয়েই বিশ্ব কাগজ ব্যাগ দিবস পালিত হয়।