এক্সপ্লোর
Advertisement
LIVE UPDATE নাগরিকত্ব সংশোধনী বিল সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি ১২৪-৯৯ ভোটে খারিজ রাজ্যসভায়
LIVE
Background
বেঙ্গালুরু লোকসভা আসনে ১৭ তম লোকসভা নির্বাচনে ভোটাররা বিপুল উদ্দীপনায় ভোট দিয়েছিলেন। বেঙ্গালুরু ২০১৪ লোকসভা নির্বাচন
২০১৪-র লোকসভা নির্বাচনে এখানে 26 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছিলেন, যাঁদের মধ্যে 24জনের জামানত জব্দ হয়েছিল। ২০১৪-র নির্বাচনে বেঙ্গালুরু লোকসভা আসনের ভোটাররা BJP -র P.C. Mohan -র প্রতিই আস্থা রেখেছিলেন, যিনি INC র Rizwan Arshad কে 137500 ভোটে হারিয়ে দিয়েছিলেন।
বেঙ্গালুরু লোকসভা আসনের ইতিবৃত্ত
- ২০০৯ লোকসভা নির্বাচন - ১৫ তম লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি -র প্রার্থী ভারতের জাতীয় কংগ্রেস 35218 ভোট পেয়েছিলেন।
20:10 PM (IST) • 11 Dec 2019
শেষ পর্যন্ত নাগরিকত্ব সংশোধনী বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর প্রস্তাব খারিজ। রাজ্যসভায় বিতর্কের শেষে সেটি সিলেক্ট কমিটিকে পাঠানো হবে কিনা, তা নিয়ে ভোটাভুটি হয়। সেখানে ১২৪-৯৯ ভোটে সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি নাকচ হয়ে যায়। এবার বিলের ওপর ভোটাভুটি হবে।
19:49 PM (IST) • 11 Dec 2019
জবাবি ভাষণে অমিত শাহ কংগ্রেসি সাংসদদের সঙ্গে পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের মতো সেদেশের রাজনৈতিক নেতাদের কথাবার্তার তুলনা টানায় ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেস সদস্যরা। বলেন, জানি না, কী করে এমনটা হয়। কংগ্রেসি সাংসদরা যা বলেন, তারই প্রতিধ্বনি করেন ইমরান খান। তাঁর মন্তব্যে ক্ষোভ জানান বিরোধী সাংসদরা।
19:58 PM (IST) • 11 Dec 2019
কংগ্রেসকে তীব্র আক্রমণ করে অমিত শাহ বলেন, ইউপিএ আমলে শুধুমাত্র দুটি ধর্মের লোকজনই উপকৃত হয়েছেন। ইউপিএ-র সময় তত্কালীন রাজস্থান সরকার সেসময়কার স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমকে চিঠি লিখে পাকিস্তান থেকে আসা হিন্দু ও শিখ সম্প্রদায়ের বিরাটসংখ্যক উদ্বাস্তুদের বকেয়া সমস্যা সমাধানের কথা বলেছিল। তাতে শুধুমাত্র ওই দুটি সম্প্রদায়ের ১৩০০০ মানুষ উপকৃত হয়েছিলেন। সেখানে আমরা তো ৬টি ধর্মের শরণার্থীদের সামিল করেছি। কিন্তু সে বেলায় কেউ কিছু বলবে না কেননা কংগ্রেস যা-ই করে, সেটা ধর্মনিরপেক্ষতা। এভাবে কতদিন মানুষকে বোকা বানাবো হবে?
19:41 PM (IST) • 11 Dec 2019
রোহিঙ্গাদের নাগরিকত্ব সংশোধন বিলের পরিধির বাইরে রাখা নিয়ে প্রশ্নের উত্তরে শাহ বলেন, কেন রোহিঙ্গাদের বিলে অন্তর্ভুক্ত করা হয়নি, প্রশ্ন উঠছে। রোহিঙ্গারা কিন্তু সরাসরি ভারতে আসেনি, তারা প্রথমে বাংলাদেশে যায়, সেখান থেকে ভারতে ঢোকে।
19:38 PM (IST) • 11 Dec 2019
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিবসেনাকেও খোঁচা দেন বিল নিয়ে অবস্থান বদলানোয়। বলেন, কী করে একটা দল ক্ষমতার লোভে রাতারাতি অবস্থান বদলাতে পারে, এটা বিস্ময়কর। মহারাষ্ট্রের মানুষও এটা জানতে চান। বিলের বিরুদ্ধে কেউ ভোট দিলেই তাকে দেশবিরোধী বলা হবে, শিবসেনা নেতা সঞ্জয় রাউতের এই দাবিও খারিজ করেন তিনি।
Load More
বাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement