এক্সপ্লোর
live updates- আজকের পর আগামী ২৫ বছর মোদিকে চ্যালেঞ্জ করতে পারবে না কেউ, বলল শিবসেনা, জাতীয়তাবাদী শক্তির জয়, বলল সঙ্ঘ পরিবার, ফল নিয়ে সংশয় প্রকাশ মায়াবতীর
LIVE
Background
নয়াদিল্লি: অমেঠিতে পিছিয়ে রাহুল গাঁধী। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এগিয়ে। রাহুল যদিও কেরলের ওয়েইনাড়ে এগিয়ে আছেন।
বারাণসীতে এগিয়ে নরেন্দ্র মোদি। গুজরাতের গাঁধীনগরে এগিয়ে নরেন্দ্র মোদি।
অন্যদিকে বিজেপির প্রজ্ঞা সিংহ ঠাকুর ভোপালে এগিয়ে আছেন। পিছিয়ে আছেন কংগ্রেসের দিগ্বিজয় সিংহ।
গুনায় কংগ্রেসের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া পিছিয়ে। এগিয়ে বিজেপির কৃষ্ণ পাল সিংহ। মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী কমলনাথের ছেলে নকুল নাথ ছিন্দওয়ারায় এগিয়ে আছেন।
20:10 PM (IST) • 23 May 2019
নির্বাচনের ফল নিয়ে সংশয় প্রকাশ করলেন মায়াবতী। বললেন, কখনও ভাবেননি, উত্তরপ্রদেশে বিরোধী মহাগঠবন্ধনের খারাপ পারফরম্যান্স হতে পারে।
17:59 PM (IST) • 23 May 2019
17:58 PM (IST) • 23 May 2019
আরএসএসের সাধারণ সম্পাদক ভাইয়াজি জোশী বিবৃতি দিয়ে বলেছেন, যাঁরা গণতন্ত্রের এই জয়ে অবদান রেখেছেন, তাঁদের প্রত্যেককে অনেক শুভেচ্ছা-অভিনন্দন। গণতন্ত্রের চেতনা, আদর্শ আরও একবার গোটা দুনিয়ার সামনে প্রতিষ্ঠিত হল। ভারতের কোটি কোটি মানুষ ভাগ্যবান, আবার একটা স্থিতিশীল সরকার আসছে। সঙ্ঘের বিশ্বাস আছে যে, নতুন সরকার সাধারণ মানুষের আশা-আকাঙ্খা পূরণের চেষ্টা করবে, সফল হবে। সেইসঙ্গে এও বলেছে, নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর যাবতীয় তিক্ততার অবসান হবে, জনতার রায় বিনয়ের সঙ্গে সবাই মেনে নেবে বলে আমরা আশাবাদী।
17:00 PM (IST) • 23 May 2019
রাজ্যসভা সদস্য সঞ্জয় বলেন, বিজেপি-এনডিএ রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়েও ভাল ফল করছে যেখানে গত বছর বিধানসভা ভোটে কংগ্রেস জিতেছিল। দেশ পরের ৫ বছর মোদির নেতৃত্বেই ভরসা রাখল। তিনি দেশকে আরও ৫ বছর এগিয়ে দেবেন।
17:23 PM (IST) • 23 May 2019
এই জয় জাতীয়তাবাদী শক্তিগুলির সাফল্য। বিজেপি-এনডিএর বিপুল নির্বাচনী সাফল্যে বলল আরএসএস।
Load More
বাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
ক্রিকেট
Advertisement