এক্সপ্লোর
Advertisement
Live Updates: সিএএ-এনআরসি: ১০ দিনে হাজারের বেশি সভা-সমাবেশ, ২৫০র বেশি জায়গায় সাংবাদিক বৈঠক, পাল্টা প্রচারে নামছে বিজেপি, কাল রামলীলায় ভাষণ প্রধানমন্ত্রীর
LIVE
Background
রায়গড় লোকসভা আসনে ১৭ তম লোকসভা নির্বাচনে ভোটাররা বিপুল উদ্দীপনায় ভোট দিয়েছিলেন। রায়গড় ২০১৪ লোকসভা নির্বাচন
২০১৪-র লোকসভা নির্বাচনে এখানে 10 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছিলেন, যাঁদের মধ্যে 8জনের জামানত জব্দ হয়েছিল। ২০১৪-র নির্বাচনে রায়গড় লোকসভা আসনের ভোটাররা SHS -র Anant Geete -র প্রতিই আস্থা রেখেছিলেন, যিনি NCP র Tatkare Sunil Dattatrey কে 2110 ভোটে হারিয়ে দিয়েছিলেন।
রায়গড় লোকসভা আসনের ইতিবৃত্ত
- ২০০৯ লোকসভা নির্বাচন - ১৫ তম লোকসভা নির্বাচনে শিবসেনা -র প্রার্থী ভারতের জাতীয় কংগ্রেস 146521 ভোট পেয়েছিলেন।
20:38 PM (IST) • 21 Dec 2019
এনআরসি ও নাগরিকত্ব আইনের প্রতিবাদ, কাল রাজঘাটে ৬ ঘণ্টার ধর্না কংগ্রেসের, থাকবেন সনিয়া গাঁধী, রাহুল গাঁধী।
20:20 PM (IST) • 21 Dec 2019
নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে সারা দেশে তীব্র বিক্ষোভ, প্রতিবাদের মধ্যেই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষাবিদ, গবেষক, বুদ্ধিজীবী বিবৃতি দিয়ে বিতর্কিত আইনটি সমর্থন করলেন। সিএএ বিরোধী বিক্ষোভে সবচেয়ে অশান্ত উত্তরপ্রদেশ, যেখানে মৃতের সংখ্যা ১০ ছাড়িয়েছে ইতিমধ্যেই। অশান্তির আগুন ছড়াচ্ছে অন্যত্রও। তার মধ্যেই বিবৃতিতে এই আইনে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে আসা শরণার্থীদের আশ্রয় দেওয়ার দীর্ঘদিনের দাবি মানা হয়েছে বলে জানানো হয়েছে। ‘যে সংখ্যালঘুদের কথা ভুলে যাওয়া হয়েছিল, তাদের পাশে দাঁড়ানোয়, ভারতের সভ্যতার মূল্যবোধ ঊর্ধ্বে তুলে ধরায় ও ‘ধর্মীয় কারণে অত্যাচার এড়াতে পালিয়ে আসা উদ্বাস্তুদের নিরাপদ আশ্রয় দেওয়ায়’ সংসদকেও ধন্যবাদ জানিয়েছেন এই বিদ্বজ্জনেরা।
20:26 PM (IST) • 21 Dec 2019
কাল নয়াদিল্লির রামলীলা ময়দানে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
20:13 PM (IST) • 21 Dec 2019
বিজেপি দেশব্যাপী সিএএ, এনআরসি ইস্যুতে প্রচারে নামছে। এই দুটি ইস্যুতে নানা শহরে প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই বিজেপি তিন কোটির বেশি পরিবারের কাছে পৌঁছনোর সিদ্ধান্ত নিল তারা। আগামী ১০দিনে ২৫০-র বেশি জায়গায় তারা সাংবাদিক সম্মেলন করবে, হাজারের বেশি সভা-সমাবেশ করবে। বিরোধীরা এ নিয়ে মিথ বা ভুল ধারণা ছড়াচ্ছে বলে দাবি করে বিজেপি সাধারণ সম্পাদক ভূপিন্দর যাদব বলেছেন, তাঁরা এটা ভাঙতে চান। কংগ্রেস সহ বিরোধীরা যে ‘মিথ্যা’ ছড়াচ্ছে, তার মোকাবিলা করবেন তাঁরা। যাদবের ঘোষণা, বিজেপি দলীয় সভায় বাইরের দেশে নির্যাতন থেকে বাঁচতে পালিয়ে চলে আসা শরণার্থীদের সামিল করবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, পার্সি, শিখ ও অন্যরা, সবাই ভারতীয় নাগরিক এবং তাদের সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার আছে।
19:57 PM (IST) • 21 Dec 2019
Load More
বাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement