India News: হঠাৎ ঝাঁপাল চিতাবাঘ, মুম্বইয়ের আরে-তে প্রাণ গেল দেড় বছরের খুদের
1 Year Old Dies: বাড়ি থেকে মন্দিরের দূরত্ব মেরেকেটে ৩০ ফুট। ভোরবেলা মায়ের সঙ্গে সেখানেই যাচ্ছিল বছর দেড়েকের খুদে। হঠাৎ লাফিয়ে পড়ল চিতাবাঘ। তার নৃশংস আক্রমণে নিমেষে রক্তাক্ত হয়ে পড়ল ছোট শরীরটা।
মুম্বই: বাড়ি থেকে মন্দিরের দূরত্ব মেরেকেটে ৩০ ফুট। ভোরবেলা মায়ের সঙ্গে সেখানেই যাচ্ছিল বছর দেড়েকের খুদে (toddler)। হঠাৎ লাফিয়ে পড়ল চিতাবাঘ (leopard)। তার নৃশংস আক্রমণে নিমেষে রক্তাক্ত হয়ে পড়ল ছোট শরীরটা। তড়িঘড়ি হাসপাতালে (hospital) নিয়ে গিয়েও শেষরক্ষা হয়নি। দীপাবলির দিন মর্মান্তিক ও শিউরে ওঠার মতো এমনই ঘটনা ঘটল মুম্বইয়ের (mumbai) আরে কলোনিতে।
কী ঘটেছিল...
ভোর সাড়ে ছটা। গোরেগাঁও-র পশ্চিমের শহরতলি আরে কলোনির ওই খুদে বাসিন্দা মায়ের সঙ্গে বাড়ির কাছেই মন্দিরে যাচ্ছিল। হঠাৎ চিতাবাঘের আক্রমণ। কিছু বুঝে ওঠার আগেই মায়ের সামনে রক্তে ভেসে যায় শিশুর দেহ। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। পুলিশ জানিয়েছে, আপাতত অ্যাক্সিডেন্টাল ডেথ রিপোর্ট দায়ের করা হয়েছে। তদন্ত চলছে। প্রসঙ্গত, ওই এলাকায় চিতাবাঘের হামলা নতুন নয়। অক্টোবরের গোড়াতেই এক চার বছরের শিশু জখম হয়েছিল একই কারণে। পরিসংখ্যান বলছে, গত বছর একই অঞ্চলে অত্য়ন্ত ১০ জনকে ঘায়েল করেছিল একটি চিতাবাঘ। বন দফতরের বিপুল চেষ্টার পর তাকে ধরা যায়। শেষমেশ সেটিকে সঞ্জয় গাঁধী ন্যাশনাল পার্কে ছেড়ে দেওয়া হয়। কিন্তু সেখান থেকে প্রায়ই তারা আরে-র মনুষ্যবসতিতে চলে আসে।
তৎপরতা...
এদিনের মর্মান্তিক ঘটনার পর ফের নড়েচড়ে বসেছে প্রশাসন। মুম্বই বন দফতরের তরফে ওয়াইল্ডলাইফ অ্যাম্বুল্যান্স, ওয়াইল্ডলাইফ ডিস্ট্রেস রেসপন্স টিম তৈরি রাখা হয়েছে। চলতি সপ্তাহের জন্য সব সময়ের পশু চিকিৎসক, উদ্ধারকারী, চিতাবাঘ বিশেষজ্ঞ ও বর্ষীয়ান আধিকারিকদেরও মোতায়েন করা হচ্ছে। রাতে পাহারা শুরু হবে। ক্যামেরাও লাগানো হচ্ছে যাতে চিতাবাঘের যে কোনও গতিবিধির উপর নজরদারি করা যায়। কিন্তু প্রশ্ন হল, এই ধরনের হামলা যখন আগেও ঘটেছে তখন এই ধরনের ব্যবস্থা নেওয়া ছিল না কেন? ফুটফুটে প্রাণের মর্মান্তিক পরিণতির পরই কেন টনক নড়ল বন দফতরের? তা ছাড়া বর্তমানে যে ব্যবস্থা করা হচ্ছে, তাতেও কি ভবিষ্যতে এই ধরনের ঘটনা আটকানো যাবে? আপাতত আতঙ্কের পরিবেশ আরে কলোনিতে। প্রসঙ্গত, চলতি মাসের গোড়াতেই ৯ জনকে শেষ করে অবশেষে প্রাণ হারায় বিহারের মানুষখেকো বাঘ । তার জন্য 'শুট অ্যাট সাইট'-র নির্দেশ জারি করেই রেখেছিলেন চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন প্রভাতকুমার গুপ্তা। অপেক্ষা ছিল সময় ও সুযোগের। শেষমেশ শনিবার আগ্নেয়াস্ত্রের সামনে হার মানল ম্যান ইটার।
আরও পড়ুন:বাড়ছে হাওয়ার বেগ, দুর্যোগের-শঙ্কায় কেমন থাকবে কলকাতার আবহাওয়া?