India News: রাজধানীতে নারকীয় 'যৌন নির্যাতন' ১০ বছরের বালককে, মৃত্যুর সঙ্গে লড়ে হারস্বীকার ছোট্ট প্রাণের
10-Year-Old Boy Dies:ফের রাজধানী, ফের নারকীয় অত্যাচারের অভিযোগ এবং ফের যন্ত্রণাদায়ক মৃত্য়ু! এবার আক্রান্ত এক ১০ বছরের এক নাবালক। অভিযোগ, তিন জন মিলে ওই নাবালকের উপর নৃশংস যৌন নির্যাতন চালায়
নয়াদিল্লি: ফের রাজধানী, (new delhi) ফের নারকীয় অত্যাচারের (sodomy) অভিযোগ এবং ফের যন্ত্রণাদায়ক মৃত্য়ু (death)! এবার আক্রান্ত এক ১০ বছরের এক নাবালক (10 year old boy)। অভিযোগ, তিন জন মিলে ওই নাবালকের উপর নৃশংস যৌন নির্যাতন চালায়। তার জেরেই শেষমেশ মর্মান্তিক পরিণতি হল ১০ বছরের বাচ্চাটির। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও ফিরতে পারল না। এলএনজেপি হাসপাতালের আইসিইউ-তে নিথর হয়ে রইল দেহ। দিল্লির নিউ সিলামপুর এলাকার ওই ঘটনায় শিউরে উঠেছেন অনেকে।
কী ঘটেছিল?
গত ২২ সেপ্টেম্বর নির্যাতিত নাবালককে এলএনজেপি হাসপাতালে ভর্তি করা হয়। তখনই অবস্থা খারাপ ছিল তার। সূত্রের খবর, লোহার রড দিয়ে তার গোপনাঙ্গে ভয়ঙ্কর আঘাত করা হয়েছিল। যে তিন জনের বিরুদ্ধে অভিযোগ, তারাও অপ্রাপ্তবয়স্ক এবং একই সম্প্রদায়ের। এফআইআর রুজু হওয়ার পর জুভেনাইল জাস্টিস অ্যাক্ট অনুযায়ী তাদের হেফাজতে নেয় পুলিশ। নর্থ ইস্ট ডিস্ট্রিক্ট পুলিশ জানিয়েছে, গত ২২ সেপ্টেম্বর দুপুর ৩টে ১০ মিনিট নাগাদ তাদের কাছে একটি ফোন আসে। হাসপাতালের তরফ থেকেই ফোনটি করা হয়েছিল। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় পুলিশ, নির্যাতিতের মা-বাবার সঙ্গে কথা বলে। কিন্তু প্রথমে কোনও বয়ান দিতে রাজি হননি তাঁরা। দিনদুয়েক পরে, অনেক বার বোঝানোর পর নির্যাতিতের মা জানান তার ছেলেকে যৌন নির্যাতন করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর সম্ভবত ঘটনাটি ঘটে। তদন্তে পুলিশ জানতে পারে, তিন অভিযুক্তের প্রত্যেকেই নির্যাতিতের পরিচিত ছিল। নিউ সিলামপুর এলাকাতেই থাকত সকলে। নাবালকের মায়ের বয়ানের ভিত্তিতে ৩৭৭ নম্বর, ৩৪ নম্বর এবং পকসো আইনের ৬ নম্বর ধারায় মামলা দিয়েছে পুলিশ। দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল দিল্লি পুলিশের কাছে নোটিস পাঠিয়ে রিপোর্টও তলব করেন। কিন্তু শনিবারের পর কিছুটা যেন ধাক্কা খেয়েছেন পোড়খাওয়া তদন্তকারী এবং পেশাদার চিকিৎসকরাও । শেষ পর্যন্ত তা হলে বাঁচানো গেল না ১০ বছরের ছোট্ট প্রাণটাকে।
বছরদশেক আগে...
প্রায় দশবছর আগে, ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাজধানীতেই হাড় হিম করা আর এক অপরাধের ঘটনায় চমকে উঠেছিল গোটা দেশ। আন্দোলনে সামিল হয়েছিলেন কাতারে কাতারে মানুষ।সেই নির্ভয়া গণধর্ষণের পর আইন বদলায়। ফাঁসির সাজাও পান চার অপরাধী। কিন্তু তার পরও রাজধানী শহরের নিরাপত্তা কতটা বদলেছে? নারী হোন বা পুরুষ, নাবালক হোক বা নাবালিকা, খোদ দিল্লির বুকে যদি এমন ঘটনা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেই। উত্তর কোথায়?
আরও পড়ুন:কাজে দিল না বাবরের অর্ধশতরান, দুরন্ত ইনিংসে ইংল্য়ান্ডকে সমতায় ফেরালেন সল্ট