এক্সপ্লোর
১ টাকার ক্লিনিকে ১০ দিনের যুদ্ধে করোনাকে জয় মহারাষ্ট্রের ১০৬ বছরের বৃদ্ধার
‘ওয়ান রুপি ক্লিনিক’ মাত্র ১ টাকা নেয় রোগীদের কাছ থেকে। মূলত রেল দুর্ঘটনায় জখম লোকজনের জরুরি ভিত্তিতে চিকিত্সায়, সাধারণ মানুষের সেবায় সেন্ট্রাল রেলওয়ের শহরতলি শাখার বাছাই করা কয়েকটি স্টেশনেই এধরনের ক্লিনিক তৈরি হয়েছে।

ঠাণে: ১০ দিনের লড়াইয়ে কোভিড-১৯ কে হারিয়ে জয়ী ১০৬ বছরের বৃদ্ধা বাড়ি গেলেন রবিবার। নার্স-ডাক্তাররা তাঁকে উষ্ণতায় ভরা বিদায় সংবর্ধনা দিলেন। তিনি সাংবাদিকদের সামনে ডিসচার্জ সার্টিফিকেট তুলে ধরে দেখিয়ে হাসপাতাল ছাড়লেন। মুখে চওড়া হাসি। অথচ মহারাষ্ট্রের ঠাণের ডম্বিভেলির শতবর্ষ পেরনো মহিলার কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়া, নিশ্চিত হওয়ার পর বয়সের কারণে তাঁকে কোনও হাসপাতাল ভর্তিই নিতে চাইছিল না বলে জানিয়েছেন তাঁর পুত্রবধূ। শেষ পর্যন্ত ১০ দিন আগে তিনি ভর্তি হতে পারেন সাভলারাম ক্রীড়া সংকুলে (স্পোর্টস কমপ্লেক্স) কল্যাণ ডম্বিভেলি পুরসভা স্থাপিত কোভিড-১৯ চিকিত্সা কেন্দ্রে। ডাক্তার, নার্সদের সেবাযত্নে শাশুড়ি সুস্থ হয়ে ওঠায় দারুণ খুশি তিনি। বলছেন, হাসপাতালের মেডিকেল টিমের কাছে আমরা সত্য়িই কৃতজ্ঞ। ওনার সঠিক যত্ন নিয়েছেন ওঁরা, করোনাভাইরাসকে হারাতে ওঁকে সাহায্য করেছেন।
106 years old Mrs anandibai Patil , discharged today from our saavlaram KDMC covid hospital, dombivali.. proud moment for team @1rupeeclinic @KDMCOfficial @DrSEShinde @AUThackeray pic.twitter.com/w4akp4HnNK
— Dr Rahul Ghule (@DrRahulGhule11) September 20, 2020
ওই কোভিড-১৯ চিকিত্সাকেন্দ্র পরিচালনা করা ‘ওয়ান রুপি ক্লিনিক’-এর ম্যানেজিং ডিরেক্টর ডঃ রাহুল গুলে বৃদ্ধার দারুণ সেবা-যত্ন করায় তাঁর টিমের দারুণ প্রশংসা করে বলেছেন, আমাদের দেখে খুব ভাল লাগছে যে, উনি চিকিত্সায় সফল ভাবে সাড়া দিয়েছেন। ২৭ জুলাই চালু হওয়া হাসপাতালে এখনও পর্যন্ত ১১০০ কোভিড-১৯ রোগীর চিকিত্সা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ‘ওয়ান রুপি ক্লিনিক’ মাত্র ১ টাকা নেয় রোগীদের কাছ থেকে। মূলত রেল দুর্ঘটনায় জখম লোকজনের জরুরি ভিত্তিতে চিকিত্সায়, সাধারণ মানুষের সেবায় সেন্ট্রাল রেলওয়ের শহরতলি শাখার বাছাই করা কয়েকটি স্টেশনেই এধরনের ক্লিনিক তৈরি হয়েছে। বৃদ্ধার সঠিক চিকিত্সা হওয়ায় কেডিএমসি-র স্টাফদের ও শিবসেনার কল্যাণ কেন্দ্রের এমপি শ্রীকান্ত শিন্ডের প্রশংসা করে ট্যুইট করেছেন মহারাষ্ট্রের ক্যাবিনেট মন্ত্রী আদিত্য ঠাকরে। বলেছেন, ওই বৃদ্ধা, তাঁর মতো আরও অনেকের আশীর্বাদ আমাদের সকলের শক্তি, উত্সাহ বাড়াবে। কেডিএমসির মুখপাত্র মাধুরি ফোপালে বলেছেন, পুর এলাকায় এপর্যন্ত ৩৮৩০১টি কোভিড-১৯ সংক্রমণের কেস এসেছে, মৃত্যু হয়েছে ৭৬২ জনের। কল্যাণ-ডম্বিভ্যালি এলাকায় মোট অ্যাকটিভ করোনা সংক্রমণের কেস ৫৪৫১টি, সুস্থ হয়েছেন ৩২০৮৮ জন। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















