Viral News: IAS হওয়ার স্বপ্ন ছিল, ১৩ বছর বয়সে মোহমায়া ত্যাগ, মহাকুম্ভে সাধ্বী হচ্ছে ব্যবসায়ী কন্যা
Maha Kumbh 2025: আগরার বাসিন্দা রাখি সিংহ সাধ্বী হিসেবে দীক্ষিত হতে চলেছে।
আগরা: উচ্চবিত্ত ব্যবসায়ী পরিবারের মেয়ে। IAS হওয়ার স্বপ্ন ছিল ছোট থেকে। কিন্তু হঠাৎই সমাজ-সংসারের উপর আর কোনও মায়া রইল না। বরং আধ্যাত্মিক জগৎ আরও বেশি করে টানতে লাগল। মনের উপর জোরাজুরি চলে না। তাই সব ছেড়ে আধ্যাত্মিকতার জগতেই প্রবেশের সিদ্ধান্ত নিল এক মেয়ে। সমস্ত আরাম, বিলাসিতা ছেড়ে মাত্র ১৩ বছর বয়সে সাধ্বী হওয়ার সিদ্ধান্ত নিল সে। (Viral News)
আগরার বাসিন্দা রাখি সিংহ সাধ্বী হিসেবে দীক্ষিত হতে চলেছে। ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মহাকুম্ভ মেলা। সেখানেই নবজন্ম লাভ করবে সে। সমাজ-সংসারের মায়া কাটিয়ে আধ্যাত্মিকতার প্রতি নিজেকে উৎসর্গ করবে সে। এবারের মহাকুম্ভ মেলা থেকেই নতুন জীবনে পা রাখবে মেয়েটি। বিষয়টি সামনে আসতেই তাকে নিয়ে চর্চা শুরু হয়েছে। (Maha Kumbh 2025)
আগরার বাসিন্দা রাখির বাবা পেশায় ব্যবসায়ী। মা ও ছোট বোন নিক্কিকে নিয়ে দিব্যি ছিল ওই কিশোরী। কয়েক বছর আগে 'জুনা আখড়া'র মহন্ত কৌশল গিরির সান্নিধ্য পায় তার পরিবার। রাখিদের গ্রামে গত তিন বছর ধরে 'ভগবত কথা'র আয়োজন করছিলেন মহন্ত কৌশল গিরি। পরিবারের সঙ্গে রাখিও ওই সভায় যেতে শুরু করেন। অল্প সময়ের মধ্যেই মহন্ত কৌশল গিরির শিক্ষা রাখির মনে প্রভাব ফেলতে শুরু করে।
এক সময় মহন্ত কৌশল গিরির কাছে দীক্ষাও নেন রাখি। ধীরে ধীরে আধ্যাত্মিকতার দিকে এগোতে শুরু করেন তিনি। রাখির মা, রিমা সিংহ জানিয়েছেন, গত মাসেই মহাকুম্ভ মেলার আগে প্রয়াগরাজে তাঁদের গোটা পরিবারকে আমন্ত্রণ জানান মহন্ত কৌশল গিরি। স্বামী সন্দীপ সিংহ, ছোট মেয়ে নিক্কি সিংহ এবং রাখিকে নিয়ে সেখানে পৌঁছন। প্রয়াগরাজেই রাখি তাঁদের নিজের ইচ্ছের কথা জানায়। সাধ্বী হওয়ার ইচ্ছের কথা মা-বাবাকে খুলে বলে।
কিশোরী মেয়ের এমন ইচ্ছের কথা শুনে প্রথমে চমকে যান রিমা এবং সন্দীপ। কিন্তু মেয়ের ইচ্ছেকে হেলাফেলা করতে পারেননি তাঁরা শেষ পর্যন্ত মেয়ের ইচ্ছেকে ঈশ্বরের ইচ্ছে বলেই মেনে নেন। মেয়েকে নিজের অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে সম্মতি দেন তাঁরা। সংবাদ সংস্থা পিটিআই-কে খোলাখুলি সেকথা জানিয়েছেন রাখির মা।
মহন্ত কৌশল গিরিও রাখির সাধ্বী হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি জানিয়েছেন, মেয়েটিকে তাঁর পরিবার স্বেচ্ছায় আশ্রমের হাতে তুলে দেয়। স্বাধীন ভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন রাখির মা-বাবা। কোনও রকম জোর খাটানো হয়নি তাঁদের উপর। পরিবারের অনুরোধেই রাখিকে আশ্রমে গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। সাধ্বী হিসেবে কী নাম হবে রাখির, তাও ঠিক হয়ে গিয়েছে। রাখি পরিচিত হবে গৌরী গিরি নামে। এবছর মহাকুম্ভ মেলা থেকেই আধ্যাত্মিকতার জগতে নিজেকে উৎসর্গ করে দেবে রাখি।