Daycare Incident: মর্মান্তিক ! ১৫ মাসের শিশুকন্যার উপর ডে-কেয়ারে জঘন্য অত্যাচার, পায়ে মিলেছে 'কামড়ের দাগ'
15 Month Old Baby Girl: নয়ডার সেক্টর ১৩৭- এ Paras Tierea রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের ডে-কেয়ারে ঘটেছে এই সাংঘাতিক কাণ্ড। প্রথমে ওই শিশুকন্যার পায়ের দাগ দেখতে পান তার মা-বাবা। ভেবেছিলেন হয়তো অ্যালার্জি।

Daycare Incident: মর্মান্তিক ! ১৫ মাসের এক কন্যা সন্তান সাংঘাতিক নির্যাতনে শিকার হয়েছে নয়ডার একটি ডে-কেয়ারে। সেখানকার এক মহিলা অ্যাটেনডেন্টকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। ডে-কেয়ারের সিসিটিভি- তে ধরা পড়েছে নির্যাতনের ভয়ঙ্কর মুহূর্ত। ওই শিশুর পায়ে 'কামড়ের দাগ' দেখা গিয়েছে। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়া। ভাইরাল হয়েছে ওই ডে-কেয়ারের সিসিটিভি- র ফুটেজও। সেখানেই দেখা গিয়েছে, ডে-কেয়ারে দেখভাল করার যে মহিলার কোলে শিশুটি রয়েছে, তিনিই তাকে মুখে আঘাত করছেন, কোল থেকে অকারণে কিন্তু ইচ্ছে করে ফেলে দিচ্ছেন মাটিতে। ভয়ে তারস্বরে চিৎকার করেছে বাচ্চাটি।
নয়ডার সেক্টর ১৩৭- এ Paras Tierea রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের ডে-কেয়ারে ঘটেছে এই সাংঘাতিক কাণ্ড। দিল্লি এনসিআর এলাকায় বিভিন্ন আবাসিক কমপ্লেক্সগুলিতে সেখানকার আবাসিকদের সংগঠন দ্বারা পরিচালিত এই ধরনের অনেক ডে-কেয়ার রয়েছে। এই ডে-কেয়ারটিও সেরকম। কর্মরত মা-বাবারা বাচ্চাদের এইসব ডে-কেয়ারে রেখে সারাদিনের জন্য কাজে বেরিয়ে যান এই ভেবে যে, বাচ্চা সুরক্ষিত থাকবে, আদর-যত্ন পাবে। আর সেখানেই ঘটে গিয়েছে এমন ভয়ঙ্কর কাণ্ড। স্বভাবতই আতঙ্কে রয়েছে ওই আবাসনের আবাসিকরা। পুলিশ সূত্রে খবর, ওই ডে-কেয়ারের মালিক এক মহিলা। যে মহিলা অ্যাটেনডেন্টকে দেখা গিয়েছে ডে-কেয়ারের সিসিটিভি ক্যামেরায়, তিনি নাকি নাবালিকা, এমন অভিযোগ করেছেন আক্রান্ত বাচ্চাটির বাবা। কীভাবে ওই ডে-কেয়ারের মালকিন নাবালিক অ্যাটেনডেন্ট দিয়ে কাজ করাতেন পুলিশ তা খতিয়ে দেখছে।
প্রথমে ওই শিশুকন্যার পায়ের দাগ দেখতে পান তার মা-বাবা। ভেবেছিলেন হয়তো অ্যালার্জির কারণে এমন দাগ দেখা দিয়েছে। পরবর্তী ওই ডে-কেয়ারের শিক্ষক-শিক্ষিকারাও বাচ্চাটির পায়ের দাগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এরপরই বাচ্চাটিকে নিয়ে চিকিৎসকের কাছে যান তার মা-বাবা। ডাক্তারই জানান যে বাচ্চাটির পায়ের ওই দাগ আদতে কামড়ের দাগ। আতঙ্কে, উদ্বেগে আবাসন কর্তৃপক্ষর কাছে ওই ডে-কেয়ারের সিসিটিভি ফুটেজ দেখতে চান বাচ্চাটির অভিভাবক। আর তারপরই সামনে আসে এই ভয়ঙ্কর সত্য। পুলিশ জানিয়েছে, বাচ্চাটির শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ওই মহিলা অ্যাটেনটেন্ডকে গ্রেফতার করা হয়েছে। বাকি তদন্ত এগোচ্ছে। বাচ্চাটির মা-বাবা পুলিশের কাছে অভিযোগ জানিয়ে এও বলেছেন যে, ওই ডে-কেয়ারের মালকিন কোনও ভাবেই এই গোটা ঘটনায় হস্তক্ষেপ করতে চাননি। উল্টে বাচ্চার উপর হওয়া নির্যাতন নিয়ে কথা বলায় ডে-কেয়ারের ওই মালকিন এবং অ্যাটেনডেন্ট শিশুকন্যাটির মা-বাবাকে হুমকিও দিয়েছেন, খারাপ ভাষায় কথাও বলেছেন।






















