Randeep Guleria on Vaccination: সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে ভারতে শিশুদের ভ্যাকসিন, দাবি এইমসের অধিকর্তার
কবে থেকে শুরু হবে শিশুদের টিকাকরণ? সেই প্রশ্ন তুলছেন অনেকেই।
নয়াদিল্লি: সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে ভারতে মিলবে শিশুদের জন্য ভ্যাকসিন। শিশুদের ভ্যাকসিন নিয়ে এমনই দাবি এইমসের অধিকর্তার। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন এইমসের ডিরেক্টর ডা. রনদীপ গুলেরিয়া।
রনদীপ গুলেরিয়া বলেন, শিশুদের সংক্রমণের হার এখনও পর্যন্ত অনেকটাই কম। কিন্তু শিশুদের জন্য ভ্যাকসিন প্রয়োজন। মহামারী রোধে প্রত্যেকের টিকাকরণ জরুরি। কবে মিলবে শিশুদের জন্য ভ্যাকসিন? এই প্রশ্নের উত্তরে গুলেরিয়া জানিয়েছে, ট্রায়াল শুরু হয়েছে। এবছরের মধ্যেই তার ফলাফলও পাওয়া যাবে আশাবাদী তিনি। তিনি বলেন, ভারত বায়োটেক সহ অন্যান্য সংস্থাও শিশুদের উপর ভ্যাকসিনের ট্রায়াল শুরু করেছে। ফাইজার ব্যবহারেও অনুমোদন দিয়েছে এফডিএ। ট্রায়াল শেষ হওয়ার পর অনুমোদন পেলে আশা করা যায় সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে ভারতে শিশুদের ভ্যাকসিন পাওয়া যাবে।
করোনার দ্বিতীয় ঢেউয়ে ছারখার দেশে। সেই ধাক্কা সামলে ওঠার আগেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। যাতে সব থেকে বেশি সংক্রমিত হতে পারে শিশুরা। এমন আশঙ্কার কথা শুনিয়েছেন খোদ বিশেষজ্ঞরা। চলতি বছর জানুয়ারি মাসে শুরু হয়েছে টিকাকরণ কর্মসূচি। প্রথম দফায় ১৬ জানুয়ারি থেকে কোভ্যাকসিন এবং কোভিশিল্ডের টিকাকরণ শুরু হয়। ইতিমধ্যে দেশজুড়ে ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে টিকা দেওয়া হবে বলে ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। শিশুদের উপর টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। কিন্তু কবে থেকে শুরু হবে শিশুদের টিকাকরণ? সেই প্রশ্ন তুলছেন অনেকেই।
উল্লেখ্য, দিল্লির এইমসে গত ৭ জুন থেকে ২-১৮ বছর বয়সীদের কোভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। তার আগে পটনার এইমসেও টিকার ক্লিনিক্যাল ট্রায়াল হয়। অন্যদিকে, আগামী মাসেই শিশুদের উপর নোভাভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে পারে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর পাওয়া যায়, জুলাই মাসে এই ট্রায়াল শুরু করার লক্ষ্য নিয়েছে সিরাম ইনস্টিটিউট। সূত্রের খবর, অগাস্ট থেকে ডিসেম্বর মাসের মধ্যে ২০ কোটি ভ্যাকসিন প্রস্তুত হবে ভারতে। যদিও এখনও পর্যন্ত এই ভ্যাকসিন ব্যবহারে অনুমোদন দেয়নি কেন্দ্রীয় সরকার।