Delhi Man Threat to PM Modi : পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে প্রধানমন্ত্রীকে খুনের হুমকি ! গ্রেফতার অভিযুক্ত যুবক
মধ্যরাতে পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে প্রধানমন্ত্রীকে খুনের হুমকির অভিযোগ। ২২ বছরের এক যুবককে গ্রেফতার করল দিল্লি পুলিশ।
নিউ দিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুনের হুমকির অভিযোগ। ২২ বছরের এক যুবককে গ্রেফতার করল দিল্লি পুলিশ। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, অভিযুক্তের নাম সলমন। সে মধ্যরাতে পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে প্রধানমন্ত্রীকে খুনের হুমকি দেয়।
অভিযুক্ত যুবক ড্রাগ আসক্ত বলে মনে করা হচ্ছে। জামিনে মুক্তি পেয়ে বাইরে আছে সে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সে আবার জেলে ফিরতে চাইছিল। সেই কারণে সে পুলিশকে ফোন করে বলে, "আমি মোদিকে খুন করতে চাই।"
এদিকে হুমকি ফোন পেয়ে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় এজেন্সিগুলির মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাতেই তল্লাশি শুরু হয়। অভিযুক্তর খোঁজে একাধিক দল নিয়োগ করে পুলিশ। অভিযুক্তকে কথায় নিযুক্ত রাখে পুলিশের একটি দল। সেই সময় যান্ত্রিক নজরদারির মাধ্যমে অন্য দল তার খোঁজ শুরু করে। কেন্দ্রের বিভিন্ন এজেন্সিকেও সতর্ক করে দেওয়া হয়।
উত্তর-পূর্ব দিল্লির খাজুরি খাস এলাকায় অভিযুক্তের হদিশ মেলে। এরপর শুক্রবার সকালের দিকে তাকে আটক করা হয়। অভিযুক্ত সলমনের বাড়ি গাজিয়াবাদের লোনি এলাকায়। আপাতত সলমন ওরফে আরমানকে জিজ্ঞাসাবাদ করছে স্পেশাল সেল ও আইবি-র আধিকারিকরা। জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানিয়েছে, সে ফোন করে হুমকি দিয়েছে, কারণ সে জেলে যেতে চায়।
তবে, এই প্রথমবার প্রধানমন্ত্রীকে খুনের হুমকি দেওয়া হয়নি। এর আগে গত বছর জানুয়ারি মাসেও, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খুনের হুমকি দেওয়া হয়। এক ব্যক্তি অনলাইনে CAA-র প্রয়োগ ও প্রস্তাবিত NRC-র বিরোধিতা করে পোস্ট করেছিল বলে অভিযোগ ওঠে।
এবার সলমন। যেহেতু বিষয়টি প্রধানমন্ত্রী সম্পর্কিত, তাই ইন্টেলিজেন্স এর আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করবে। তবে এক আধিকারিক জানিয়েছেন, তদন্তকারী দল এটা জানার চেষ্টা করছে যে সলমন কেন হুমকি দিল ? তাকে কি কেউ প্রভাবিত করেছিল ? জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পরবর্তী যা আইনি পদক্ষেপ তা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।